কবিতা -১৬:বোধ

29 8 7
                                    

"বোধ"

তোর যে কত আশ
পড়বি হীরার তাজ!
দামী দামী হীরেগুলো দিয়ে
সাজাবি তোর তাজ!

কৃষ্ণলোকের রক্তেমাখা
হীরের তোর আশ!
তাই আজ ভারী
মনুষ্যত্বের নিশ্বাস!

কৃষ্ণাঙ্গের রক্ত বেচে
হাতিয়ে নেস্ হীরক!
তোর জায়গা আর কোথায়
হবে, হবে উত্তপ্ত নরক!

পিশাচ-পাষাণ বলবে লোকে
যতদিন থাকবি ধরায়!
মরলে হবি নরকবাসী
তোর মাথায় যে খুনের দায়!

মানবতা তুঙ্গে তুলে
করিস হীরের ব্যবসা!
হাজার নিরীহের রক্ত মেখে
চালাস পাষান্ড বচসা!


তুই হলি একশ্রেণির পিশাচ
রক্ত যাদের লোভ!
রক্ত তৃষ্ণায় তার তোরা
নেই তোদের কোনো বোধ!

সরোজিনীHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin