ডিনার পর্ব

303 7 0
                                    

দুপুরের খাবার শেষ করে ডেস্ক ফিরে এসে দেখলাম নীরা আমার ডেস্কের সামনে দাড়িয়ে আছে । ওর চেহারায় এখনও রোদে পোড়া ভাবটা রয়ে গেছে । এটা যেতে আরও কয়েকটা দিন লাগবে । যেভাবে কয়েক দিন আমরা রোদের ভেতরে হেটেছি, ওর চামড়া বেশ ভাল ভাবেই পুড়েছে । আমি এখনো বেশ অবাক হয়েছি যে নীরার মত একজন কির্সতং সামিট করে ফেলেছে । যদিও বেশ প্যারা সে আমাকে দিয়েছে । তারপরেও যে উঠতে পেরেছে সেটা বেশ বড় একটা ব্যাপার !

আমাকে দেখে হাসলো নীরা । তারপর বলল, আজকে অফিসের পরে চলে যাবেন না যেন ! ওকে?

-কেন ? কোন কাজ আছে?

-হ্যা । আজকে আপনাকে ডিনার করাবো !

-হঠাৎ ?

-আপনার এটা পাও্না । আপনি না থাকলে ট্যুরে যে আমার কপালে কী হত কে জানে !

আমি হাসলাম । তারপর বললাম, এরকম প্রায়ই হয় । সো মেনশন নট !

-না না । না করবেন না প্লিজ । আজকে অফিসের পরে ডিনার আমার সাথে । ওকে?

আমার আর মানা করলাম না । নীরা হাসি মুখে চলে গেল । আমি নিজের ডেস্কে বসে কাজ করা শুরু করলাম ।

ভার্সিটি জীবন থেকেই আমার এদিক সেদিক ঘুরে বেড়ানোর অভ্যাস । কর্ম ক্ষেত্রে যোগ দেওয়ার পরেও ছুটি কিংবা শুক্র শনি মিলিয়ে প্রায়ই আমি এদিক সেদিক বেরিয়ে পড়ি । নিজের ফেসবুকে সেই ছবি দেওয়ার পরে যখন পরদিন অফিসে আসি তখন কলিগরা অভিযোগের সুরে বলে যে আমি কেন তাদেরকে আগে বলি নি । বললে তারাও আমার সাথে যেত । তাই এইবার যখন কির্সতং যাওয়ার সব কিছু ঠিক হল সবাইকে আগে থেকেই আমি বললাম যে সেখানে যাচ্ছি । সেই সাথে এও জানালাম যে ওখানে কী কী হবে কেমন কষ্ট হবে । প্রথমে সবাই খুব আগ্রহ দেখালো বটে কিন্তু নিজেরা যখন একটু রিসার্চ করলো তখন আর কেউ আগ্রহ দেখালো না । কিন্তু একজন রাজি হল যেতে । আমি সত্যিই খানিকটা অবাকই হলাম । তবে বুঝলাম যে নীরা যখন যাচ্ছে আমার জীবনটা প্যারাময় করে তুলবে ।

শেষ সময় পর্যন্ত আমার একটা ধারণা ছিল যে হয়তো নীরা যাবে না । তবে আমাকে অবাক করে দিয়ে সে ঠিক ঠিক ট্যুরে হাজির হয়ে গেল । এবং সত্যিই বলতে কী পুরো ট্যুরে আমার জীবনটা প্যারাময় করে তুলল । পুরো ট্যুর গ্রুপে আমাকেই সে চিনে এবং আমার সাথেই সে কাজ করে । সুতরাং আমার উপর তার অধিকার সব থেকে বেশি। পুরো ট্যুরে আমি এই জিনিসটা বুঝলাম যে নীরা খুব বেশি ডিমান্ডিং । ইফতি ভাই এটা করেন দেন, ওটা এনে দেন, ভাইয়া ছবি তুলে দেন, এভাবে তুলেন ওভাবে তুলেন, ভাইয়া প্লিজ একটু হেল্প করুন আরও কত কি যে !

অপুর গল্প (ভলিউম ০৪)Dove le storie prendono vita. Scoprilo ora