Chapter 1

1.1K 37 13
                                    

সামিহা.

পরীক্ষার আর মাত্র দুই সপ্তাহ বাকি। বাবা ঢাকায় যাওয়ার জন্য ট্রান্সফার সার্টিফিকেট তুলেছে। আগামি সপ্তাহে ঢাকায় যাওয়ার স্বিদ্ধান্ত নেওয়া হয়েছে।মা এখন থেকেই ব্যাস্ত সব কিছু প্যাক করতে।

"সামি...।"

"জি, আম্মু ।"

"তোর বই গুলো সব গুছিয়ে ফেল। "

"বই!!! এত তাড়াতাড়ি কেন? "

" আর মাত্র কয়টা দিন বাকি। "

"এখনও এক সপ্তাহর মত বাকি। আমি আমার বই ছাড়া থাকতে পারবো না। "

"উফ !!! তুই আর তোর গল্পের বই। "

এমনই সময় দরজায় বেল বাজলো। দরজা খুলতেই দেখি তুলি দারিয়ে আছেঙ তুলি আমার বেস্ট ফ্রেন্ড , বলা যায় একমাএ বন্ধু। কারন ও ছারা কেউ আমাকে তেমন বুঝে না।

"ভেতরে আয় ।"

"না, তুই বাহিরে আয়।"

" আচ্ছা আসছি।"

"হুম।"

" তুলির সাথে বাহিরে যাচ্ছি , আম্মু আসি...।"

"চল।"

"হুম, চল।"

---------------

ছাদে দারিয়ে আকাসে জমে থাকা মেঘের আকৃতি কল্পনা করতে ভালই লাগে আমাদের। কিছুক্ষন আপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আকাসের দিকে।

" দোস্ত তুই সত্যি চলে যাবি? "

"হ্যা দোস্ত , যাওয়াতো লাগবেই।"

" ইশ ,আমার যদি ডেঙ্গু না হইতো তা হলে আমিও তোর মত ঢাকায় পরীক্ষার জন্য যেতে পারতাম।"

"হুম...।"

ডেঙ্গু হওয়াতে তুলি এইচ. এস. সি পরীক্ষা দিতে পারেনি যার কারনে ওকে সামনে বছর আবার পরীক্ষার জন্য তৈরি হতে হবে।

" তুই ঢাকায় যেয়ে আমাকে ভুলে যাবি না তো আবার ‌...?"

" কি সব বলিস এ গুলো তোকে কেন ভুলবো ...।"

"আমি তো একা হয়ে যাব...।"

" মাএ একটা বছর।"

এরকমই দু একটা কথা বলতে বলতে সন্ধা হয়ে গেল। একটু পরেই বাসায় ফিরে এলাম। বাসায় এসে হালকা কিছু খেয়ে পড়তে বসলামঙপড়তে পড়তে হঠাৎ কিছু অদ্ভুদ চিন্তা মাথায় আসল। যেমন ওখানে গিয়ে কি আমার কোন ফ্রেন্ড হবে , তুলির মত আমার ও ডেঙ্গু হলে ভাল হত তাহলে এক সাথে যেতে পারতাম।ইত্যাদি ইত্যাদি ...।

পড়া শেষ করেই ডিনার করতে গেলাম। কিছুক্ষন গল্পের বই পড়ে গেলাম ঘুমাতে। হোপ , ভাল ঘুম হবে।

'অল দ্যা লাভ' (All The Love ft. Harry Styles)Where stories live. Discover now