Chapter 12

296 12 1
                                    

সামিহা.

"সরি লেট রিপলাই এর জন্য...তো কি খবর?"

ম্যাসেনজারের পপআউট হওয়া মীনহাজের ম্যাসেজটা দেখে খুশি হলাম, শেষমেশ রিপলাই দেয়েছে সে...কিন্তু এখনও আমার রাগটা কমেনি। তাই আমিও ম্যাসেজ সিন করে রেখে দিলাম । আজ আর রিপলাই পাবে না সে।

"সামি???"

আবার ও সিন করলাম ...মনে মনে অনেক মজা পাচ্ছিলাম দুষ্টুমিটা করে।

ফোনে এ্যালার্ম দিয়ে ঘুমতে হবে কাল সকাল আটটায় হান্নান স্যারের ক্লাস লেট হলেই গেট লস্ট...।

*****

প্রায় প্রতিদিনই আমি ভার্সিটি বাস মিস করি...আজও করলাম। লোকাল বসের ঝাকুনি খেতে খেতে অবশেষে ভার্সিটিতে পৌছলাম। ক্লাসরুমের দরজার সামনে পৌছতে দেখি ঘড়িতে আটটা সাত বাজে, মানে ক্লাস মিস হয়েগেল।

করিডোর হতে কিছু দুর আগাতেই দেখি মীনহাজ বসে আছে। আমাকে দেখতেই একটা হাসি দিল।

করিডোর হতে কিছু দুর আগাতেই দেখি মীনহাজ বসে আছে। আমাকে দেখতেই একটা হাসি দিল।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

"সামি...!"

"তুমিও...?"

"ইয়াপ, হান্নান স্যার বলে কথা... মাত্র দুই মিনিট লেট হয়েছে বলে ডুকতেই দিল না।"

"ও..."

"দাড়িয়ে আছ যে? বসো...।"

"ওকে..."

"স্যার মেবি আজ চ্যাপটার ফোর করাবে...অনেক হার্ড।" বইয়ের পাতা উলটাতে উলটাতে বির বির করতে লাগলো সে।

কেন যেন মীনহাজ আসে পাসে থাকলে আমি আনইজি ফিল করি... কেন যেন ওর কথা গুলোর কোনো জবাব আমার কাছে থাকে না...এক অদ্ভুত অনভুতি যা ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো আমার ইন্ট্রোভার্ট নেচার এর জন্য দায়ি।

"উফ!!! মাথা নষ্ট হয়ে যাচ্ছে..‌.আমি আর এই বই দেখতে পারছি না। এই আমার সাথে স্যাডোতে চলোতো।"

"কেন?"

"কেন কথা বাদ দাও...চলো"

*****

গরম চায়ে চুমুক দিতেই জিব পুরে গেল আমার।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

গরম চায়ে চুমুক দিতেই জিব পুরে গেল আমার।

" কি হলো..?" মীনহাজের চোখে মুখে তার কেয়ারিং ন্যাচারটা ফুটে উঠেছে । কাধে হাত রাখতেই বলে উঠল ,"তুমি ঠিক আছতো?"

জানি না মীনহাজের কি সবার প্রতি এই কেয়ারিং ন্যাচার সেম থাকে ?! নাকি শুধু আমার প্রতি? কেমন যেন ঘোরের ভেতর আছি ...মনে হচ্ছে।

"কি হলো, ঠিক আছো তুমি...?"

ওর পুনঃ প্রশ্নে আমার ঘোর কেটে গেল, "হ্যা , ঠিক আছি...আসলে গরম চা খেতে পারি না তো তাই..."

"আচ্ছা ঠিক আছে আর খেতে হবে না...। চলো মলচত্তরে একটা রাউন্ড মেরে ক্লসে যাই...।"

"ক্লাস শুরু হয়ে গেল?"

" ক্লাসের এখনও বিশ মিনিট বাকি...চলো।"

"আচ্চ..."

*****

"মলচত্তরে সবুজ গাছপালার নিচে হটতে অনেক মজা তাই না?" মীনহাজের মুখ দেখেই বলে দেওয়া যায় যে ও কতটা আনন্দিত। আমি হয়তো ওকে বুঝতে শুরু করেছি।

"মলচত্তরে সবুজ গাছপালার নিচে হটতে অনেক মজা তাই না?"  মীনহাজের মুখ দেখেই বলে দেওয়া যায় যে ও কতটা আনন্দিত। আমি হয়তো ওকে বুঝতে শুরু করেছি।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

"হুম" বলে সায় দিলাম আমি...। "আমার ও অনেক ভাল লাগে সবুজ ঘেরা জায়গায় হাটতে...।"

কিছুক্ষন নিরবেই হাটলাম দু'জন।

নিরাবতা ভেঙে মীনহাজ বলে উঠলো ,"চলো এ বার ক্লাসে জাওয়া যাক।"

**************************************************************

সরি ফর লেট আপডেট... ক্লাস আর পরীক্ষার চাপে লেখার সময় পাই নি।
আমি ট্রায় করব নিয়মিত আপডেট দেওয়ার। 😀😀😀

**************************************************************







'অল দ্যা লাভ' (All The Love ft. Harry Styles)Where stories live. Discover now