Chapter 2

611 26 3
                                    

সামিহা.

"সামি এবার উঠে পর...।"

আম্মুর ডাকাডাকিতে ঘুম ভেঙ্গে গেল আমার ।

"হুম, উঠছি...।"

মুখ ধুয়ে এসে বসলাম নাস্তার টেবিলে। তারপর চায়ে চুমুক দিয়ে আম্মুকে বললাম, "আমাকে রিকসা ভাড়া দাও কোচিং-এ যাব।"

"কোথাও যাওয়া লাগবে না।"

"মা সামনে ভার্সিটি পরীক্ষা...।"

"আর কয় দিন আছে কোচিংয়ের।"

"আজই লাস্ট...।"

"তাহলে ঠিক আছে।"

রেডি হয়ে আম্মুর থেকে কিছু টাকা নিলাম। আম্মুকে বিদায় বলে বের হলাম। একা একা যাই বলে আম্মু একটু টেনশন করে। তুলি থাকলে অবশ্য করতো না।

কোচিং-এ গিয়ে সবার প্রথমে কালেক্ট করলাম আমার সাজেশনসীট গুলি।তারপর একেএকে সব ভাইয়াদের কাছ থেকে শুনে নিলাম ইমপর্টেন্ট কিছু তথ্য। কোচিংয়ের কিছু মেয়েদের সাথে ভাল ভাব ছিল আমার ,মনে হয় কোচিং শেষ হওয়ার মতনই ও গুলি হারিয়ে যাবে। ওদের সাথে দেখা করে কথা বলে তারপর রওনা করলাম বাসার পথে।

রিকসায় করে আসার সময় মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলছি। কিছু দিন পর হয়তো এই রাস্তা দিয়ে আর আসব না ,এই এলাকাতে ও থাকতে পরবো না। ভাবতে ভাবতে ইতোমধ্যে পৌছে গেলাম বাসায়।

"হাতমুখ ধুয়ে কিছু খেয়ে নে...।"

"আম্মু আমার কি আর এখানে আসতে পারবো না।"

"আসতে তো পারবো; কিন্তু..."

"কিন্তু কি?"

"তুই নিজেই আসতে চাইবি না ।"

"তোমাকে বলেছে...আমি নিজেই তো যেতে চাচ্ছি না...।"

"ওখানে যখন তোর নতুন বন্ধুবান্ধব হবে তখন তুই ওদের ছেরে আসতে চাইবি না...।" মা কথাটা বলতে বলতে হেসে দিল। বুঝলাম না আমার তো এক তুলি ছাড়া কখনই এমন কোন ফ্রেন্ড হয়নি যার জন্য আমি কখনও কোন কিছু করেছি। জানি না ওখানে আমি কোন ফ্রেন্ড পাবকিনা।

...............

বিকাল বেলায় বারান্দাতে দারিয়ে আবার ও হারিয়ে গেলাম পুরনো স্মৃতির মাঝে। কতটা বছর এখানে পার করেছি এখন ছেরে যেতে হবে ভাবলেই আবেগপ্রোবন হয়ে উঠি।

আসতে আসতে সন্ধা নেমে এলো তারপর আসলো রাত এভাবেই চলে গেল আর একটি দিন।

'অল দ্যা লাভ' (All The Love ft. Harry Styles)Where stories live. Discover now