Chapter 9

362 21 2
                                    

সামিহা.

তো, কালকে আবার আমাকে আবার ওদের সাথে ঘুরতে হবে। আরাবি সাচ-এ নাইস গার্ল শুধু কথা বেশি বলে। কিন্তু মীনহাজ, weirdo weirdo weirdo!!! ধুর সামিহা বাদ দাও...জাস্ট ফরগেট ইট। কালকের কথা কাল ভাবা যাবে এখন অন্য কিছু চিন্তা কর।

টুইং...

ফোন চেক করেতেই দেখি তুলির ম্যাসেজ পপ-আউট হয়ে আছে।

"hlw...
ki korish??"

                                                               "eito...tor sathy kotha boli..."

"ow...
ki korly 1st day te...
friend hoisy kono???"

                                                                                "hoisy bola jai..."

"nam ki?"

                                                                                              "Arabi"

"ar..."
                       
                                                                                    "ar kew na..."

"korli ki saradin??"

                                               "tamon kisu na just ghursi firsi r cls
                                                                                     korsi eito..."

"hmm"

                                                                                        "hmm hmm"

"okay dst good night
kal xm asy...:)"

                                                                                  "good night...:D"

ফোন সাইডে রেখে আমি ও ঘুমিয়ে পরি।

******************

ঘুম থেকে উঠেই যাই গোসল করতে । শীতের সকালে গোসোল করতে একটু ও ভাল লাগে না, কিন্তু কি আর করার করতেই হবে। ক্লোসেট থেকে আমার পার্পোল টপ আর লাইট ব্লু জিন্স বের করে পরলাম। আম্মুর তৈরি গরম গরম রুটি খেয়ে গায়ে চাঁদর পেঁচিয়ে রওনা করলাম ভার্সিটির পথে।

ভার্সিটিতে পৌছতেই দেখি আরাবি আমার জন্য ওর পাসের সীট খালি রেখেছে।
আমি কিছু না বলেই ওর পাসে গিয়ে বসে পরি।

"হ্যালো..." আরাবি এক মিষ্টি হাসি দিয়ে বললো।

আমি ও ওকে স্মাইল দিয়ে হ্যালো বললাম।

কিছুক্ষন পর ক্লাসে অন্যান্য স্টুডেন্টরা প্রবেশ করতে শুরু করে। ক্লাস শুরু হয়ে গেল। কিন্তু, এ কি মীনহাজ আজ ক্লাসে আসে নি। ভার্সিটির দ্বিতীয় দিন হতে না হতে ক্লাস থেকে গায়েব। মনে হয় ক্যান্টিনে কাজ করছে। ক্লাস শেষে আমরা ক্যান্টিনে যাই ওখানে ও নেই। মেবি আজ ভার্সিটিতেই আসে নি ও।

ব্রেক শেষে আবার ক্লাস । স্বাভাবিক ভাবেই ক্লাস চললো। ক্লাস শেষে আরাবি বলে উঠে,

"চলো আজ কিছুক্ষন ঘুরে আসি। কাল তো ঠিক মতো ঘুরতেই পারি নি। দেখি কোথায় কি পাওয়া যায়।"

"ওকে..."

"আমার স্ট্রীট ফুড অনেক ভাল লাগে। ফুচকা , ভেলপুরি, পানি পুরি...ইয়াম ইয়াম।"

"হা হা হা"

আরাবি যেখানেই স্ট্রীট ফুড দেখে সেখানেই আমাকে টেনে ধরে নিয়ে যায়। আজ আর বাবাকে আসতে বলি নি। আম্মুকে ও বলেছি বাসায় আসতে একটু লেট হবে।

"আহা চলো না। দেখো কতো ইয়ামি দেখাচ্ছে ভেলপুরি গুলা।"

"একটু আগেই তো দুই প্লেট ফুচকা খেলে।"

"উফ!!! সামিহা ফুচকা খেয়েছি ভেলপুরি তো খাইনি।"

আমি জাস্ট চিন্তা করি আরাবির ঐ ছোট্ট পেটে এতো খাবার ধরে কি করে? তার থেকে বড় কথা হল এতো খেয়ে ও মোটা হয়নি মেয়েটা আর আমি একটু খেলেই হাতি হয়ে যাই।

হঠাৎ কেউ যেন আমার নাম ধরে ডাকছে, খুবই পরিচিত একটা আওয়াজ। আমি যাকে ভাবছি হয়তো সে।

"আর কোন ক্লাস কি আজ হবে???"

"ওহ তুমি ! ক্লাস তো শেষ। আজ আর কোনো ক্লাস নেই।"

"ugh! I missed it."






'অল দ্যা লাভ' (All The Love ft. Harry Styles)Where stories live. Discover now