Chapter 15

265 12 0
                                    

সামিহা.

প্রায় ছুটি শেষ হয়ে আসছে...। ঈদের আমেজ কাটতে শুরু করেছে। সামনে রবিবার থেকে ক্লাস পুরোদমে শুরু হবে।

এই ছুটিতে বাড়ি যাওয়ায় দিন গুলো বেশ ভালই কেটেছে। মাঝে মাঝে আরাবির সাথে যোগাযোগ হয়েছে কিন্তু মীনহাজের সাথে হয়নি।  ওর সাথে যোগাযোগ করতে কেমন যেন দ্বিধা কাজ করে।অন্যরকম দ্বিধা।

আচ্ছা ওর ও কি এমন হয়...?! হয়তো না...।

সব ভাবনা গুলোকে হাওয়ায় ভাসিয়ে দিলাম আর ভাবতে শুরু করলাম পরবর্তী দিনগুলোতে কি কি করতে হবে।

ভার্সিটিতে যেয়ে সর্ব প্রথম যা করতে হবে তা হল, প্রেজেনটেশন গ্রুপ ঠিক করা। মঙ্গলবার দুপুরে প্রেজেনটেশন নিবে ম্যাম আর আমরা এই ব্যাপারে কেউই কিছুই প্ল্যান করিনি। লাইফের ফার্স্ট প্রেজেনটেশন, ভাবলেই গা কাঁপুনি দিয়ে উঠে।

******

দিনটা রবিবার।

সকাল সকাল কোনো রকম নাস্তা করে দৌড় গন্তব্যের দিকে। আমার গন্তব্য ক্ষণিকা স্টপেজ। যেখানে স্বপ্নের লাল বাস তার যাত্রীদের জন্য থামে। আজকের দিনটি আমার জন্য শুভ হলে অবশ্যই লাল বাসের দেখা পাব।

বাসা থেকে স্টেপেজ দুরে হওয়ার প্রায় বাস মিস হয়ে যায়। আজ পা একটু দ্রুত গতিতে বাড়াতে হবে। কিছুটা স্টেপেজের কাছেই চলে এসেছি, এমন সময়...

"এ কি... ! আজ ও কি মিস হলো? বাস তো দেখি আমাকে না নিয়েই চলে যাচ্ছে। " চরম হতাশায় বলে উঠলাম।

নাহ, বাস যায়নি । কিছু দুর যেয়ে থেমে পরেছে।

"সামিহা ...এই জলদি এসে পর।" কেউ একজন বাস থেকে আমার নাম ধরে ডাকছে। বুঝে উঠার আগেই আমি বাসের দিকে ছুটে যাই। তিল ঠাঁই টুকু নেই। সম্মুখের দরজার নিকট যেতেই দেখি সে দাড়িয়ে আছে।

"মীনহাজ, তুমি...?"

"তাড়াতাড়ি উঠে পর..."

তাড়াতাড়ি করে উঠে পরলাম।

"তুমি গেটে ... কিভাবে?" মীনহাজকে জিজ্ঞেস করলাম।

"বড় ভাইয়ের আদেশ..." আবারও তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটল।

'অল দ্যা লাভ' (All The Love ft. Harry Styles)Where stories live. Discover now