Chapter 5

436 20 1
                                    

*I know Part গুলো অনেক ছোট and kinda boring আর আমি একবারে সব লিখতে চাচ্ছি না । So detailing করছি। I hope you enjoy reading it.*

************************************************************

সামিহা.

সেই কাঙ্ক্ষিত মুহূর্ত । পরীক্ষার হলে যাওয়ার সবাই রেডি হচ্ছে। চারিদিকে কেমন যেন আতঙ্ক। টেনশন আমার দম আটকিয়ে ফেলতে চায়। বাবা বললেন, "টেনশন করিস না।"

কিন্তু আমি জানি আমার থেকে সবচেয়ে বেশি টেনশন এখন বাবা করছে। আমি খোদার নাম নিয়ে এক্সাম হলে প্রবেশ করলাম। ঠিক ঠাক মত এক্সাম দিয়ার ট্রায় করলাম । মেবি ভাল হয়েছে।

-----------------

আজ আমার রেজাল্ট দিবে । খুব ভয় করছে। ঘড়িতে প্রায় দেরটা বাজে । ল্যাপটপটা অন করে যাই ওয়েব সাইটে। এতটা বেশি ভয় করছিল যে কিছু টাইপ করতে পারছিলাম না। বাবাকে বললাম ,"একটু দেখে দাও।"

কিছু বুঝে উঠার আগে বাবা আমাকে জরিয়ে ধরে কাদতে লাগলেন।

"মা আমার কত বড় হয়ে গেছে ।" তার কান্নায় আনন্দের অনুভুতি ,"ওগো শুনছো ,আমাদের সামি এখন ঢাবিতে পড়বে।"

ও ঘর থেকে মা দৌরে চলে এলেন । এখন আমার বাবা মা দু'জনের মুখেই হাসি ফুটেছে। আমার পোজিশন পাচঁশ তেতাল্লিশ। সো এক্সাইটেড টু স্টার্ট মাই নিউ লাইফ। ইউনি লাইফ।

---------------

আমি আর বাবা গেলাম ঢাবিতে। আজ আমার ভাইবা। ভাইবার মাধ্যমে সাবজেক্ট
দিবে। বেস বড় লাইন। বাবা আমাকে বললেন ," তুই এখানে একটু দারা আমি আসছি।"

"বাবা কোথায় যাও।"

"আসছি..." এই বলে বাবা কোথায় যেন চলে গেল।

আমি দারিয়ে রইলাম। ধিরে ধিরে লাইনের দৈঘ্য কমতে শুরু করে। আমি কিছুটা আনমোনা হয়ে দারিয়ে আছি এমন সময় হুরমুর করে কে যেন ধাক্কা মারলো। হালকা পিছু ফিরে সরি বললেই ছুঁ। আমি ও পিছু ফিরে দেখার চেষ্টা করলাম । একটা ব্লু সার্ট পরা ছেলে লম্বা চুল তার। মনে হয় আমাদের সাথেই পরে, ভাইবার জন্য এসেছে আর অনেক তারা তার। আর কিছু লক্ষ করার আগেই বাবা এসে বললেন ,"নে তোর জন্য।"

"কোথায় গিয়েছিলে?"

"ক্যান্টিনে।"

এমন সময় আমার নাম ঢাকা হলো। আমি আর বাবা পৌছালাম টেবিলের কাছে।

" সামিহা সামাদ ?"

"জি, আমিই সামিহা সামাদ ।"

চশমা পরা লোকটি কাগজের দিকে একটা কুইক ভিউ নিলো।

"ম্যানেজমেন্ট অর মার্কেটিং ???"

আমার আনেক ইচ্ছা ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করার। তাই শোনা মাত্র আমি বলে উঠলাম ," ম্যানেজমেন্ট প্লিজ।"

সব কার্য সম্পাদন করে আমি আর বাবা আনন্দে অনেকটা নাচতে নাচতে বাসায় গেলাম। বাসায় পৌছে ল্যাপটপটা অন করলাম এ্যান্ড দেন মাই স্টাটাস আপডেট, " আই গট ম্যানেজমেন্ট ।"

আমি জাস্ট ওয়েট করছি জানুয়ারির জন্য। এই ডিসেম্বর যেন তাড়াতাড়ি চলে যায়।






'অল দ্যা লাভ' (All The Love ft. Harry Styles)Where stories live. Discover now