Chapter 13

311 14 1
                                    

সামিহা.

রুম ৪০০২ । আনিস স্যার এখানেই ক্লাস নিবেন। ক্লাসে প্রবেশ করতেই দেখি আরাবি হাত জাগিয়ে আমাকে ইশারা দিচ্ছে। মুল্যত ইশারাটা ছিল ওর পাসে বসার জন্য তাই সরাসরিই ওর পাসে বসে পরলামর আর আমার পাসে বসল মীনহাজ।
আমরা তিন জন প্রায়ই একসাথে বসি।

রুম ৪০০২ । আনিস স্যার এখানেই ক্লাস নিবেন। ক্লাসে প্রবেশ করতেই দেখি আরাবি হাত জাগিয়ে আমাকে ইশারা দিচ্ছে। মুল্যত ইশারাটা ছিল ওর পাসে বসার জন্য তাই সরাসরিই ওর পাসে বসে পরলামর আর আমার পাসে বসল মীনহাজ।আমরা তিন জন প্রায়ই একসাথে বসি।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


আনিস স্যার যথারীতি পয়তাল্লিশ মিনিট লেট করে এসেছেন। বিজনেস স্যাবজেক্টা আমার অনেক পছন্দের কিন্তু স্যার সব সময়ই কম পড়ান।

"আমি জানি তোমরা আমার উপর ক্ষেপে আছ..." স্যার মুচকি হাশি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলা শুরু করলেন। " অনেকে হয়তো আমাকে মনে মনে অনেক গালিও দিচ্ছ...কিন্তু কিছুই করার নেই। ব্যাস্ততা আমাকে ঘিরে ধরেছে। আমি আমার সাদ্ধ্যমত চেষ্টা চালাছি, শুধু দরকার তোমাদের আন্তরিক সহায়তা...।"

স্যার সব সময় তার মিষ্টি মিষ্টি কথার জালে আমাদের আটকিয়ে ফেলে...আর আমরা ভুলে যাই যে আমরা স্যারের উপর রাগ করে আছি।

স্যার পড়ানো শুরু করলেন। কিছুক্ষন পড়ানোর পর স্যার বললেন ,"নেকস্ট উইক তোমাদের মিডটার্ম এক্সাম , সো তোমরা ফার্স্ট তিন চ্যাপটার পড়ে আসবে। আর তোমরা রুটিন ডিপার্টমেন্টেে দেখে এসো।"

পরীক্ষার নাম শুলেই গা হাত পা ঠান্ডা হয়ে আসে আর মা গরম হয়ে যায়। এই তো সবে ভার্সিটি শুরু করলাম আর এত তাড়াতাড়ি এক্সাম? মাইরালা।

"এই সবাই শুনো ‌... ল্যাব ক্লাস হবে না। আর মিডে ছয়টা চ্যাপটার দিছে স্যার।" আমাদের সি.আর যখনই মুখ খোলে তখনই দুঃষ সংবাদ দেয়।

"ক্যানরে ভাই তুই কেন এমন করস??? যখনই আসোস তখনই খারাপ খবর শোনাস?" নেহাল তার হতাস ভরা কন্ঠে শিশিরকে বলে উঠল।

'অল দ্যা লাভ' (All The Love ft. Harry Styles)Where stories live. Discover now