স্বপ্ন দেখার মন্ত্র

775 34 27
                                    

মরে যাওয়া স্বপ্নগুলো কখনো কখনো ঘুমিয়ে থাকা মানুষের স্বপ্নের মাঝে উঁকি দিয়ে যায়।
যদি জায়গা পাওয়া যায় এক কাঠা?

কিন্তু সেখানে বাস্তবতার খুঁটি গেড়ে দিয়েছে জীবন। স্বপ্নের জন্য জায়গা নেই। সেখানে বিল্ডিং হবে একখানা। তবে এখনো পানিতে তলিয়ে আছে জমি। মহাজন বলেছেন, "পানি শুকালেই কাজ শুরু হবে।"

কিন্তু স্বপ্ন ভাঙার অশ্রু যে বন্ধ হচ্ছেনা কিছুতেই? তাহলে পানি শুকাবে কি দিয়ে?
মাহাজন বললেন, " ভয় নেই, ছোট্ট দুইটা চোখ কত আর অশ্রু ঝড়াতে পারে, ঠিক শুকিয়ে যাবে দেখতে দেখতে।"

স্বপ্ন ভাঙার সে পানি কিন্তু আজো শুকায়নি। মহাজন বিরক্ত হয়ে বলেন, " এ আর এমন কি? চোখ দুটি উপড়ে ফেলো,  না থাকবে স্বপ্ন দেখার মন্ত্র, না থাকবে অশ্রু ঝড়ার যন্ত্র!"

অন্ধ সে যুবকের অশ্রু পড়া বন্ধ হয়েছিল ঠিকই,

কিন্তু রক্ত ঝড়া বন্ধ হয়নি কোনদিন। রক্তে ভিজে ডুবে রইল, সেই এক কাঠা জমি।
.
.
.

^-//
@ShawonEric

এখন নিশুতি রাতWhere stories live. Discover now