মেঘ থেকে বর্ষণ হওয়া পানি মাটিতে পড়ে, গড়িয়ে যেতেই পারে সাগরে..
কিন্তু চোখের ভিতরে যার এক সমুদ্র পানি, তার সে পানিতো- গাল বেয়ে বুক পর্যন্ত গড়ায়না..
বহুদিনের জমানো অশ্রু শীতল হয়ে বরফে রুপ নিতে পারে, কেবল প্রচন্ড উত্তাপেই তা গলতে পারে ক্ষণিকের জন্য,
সেই পানি গালের মাঝে মুক্ত হয়ে জ্বলে তবু- মাটির বুকে ছড়ায়না...#ভ্রান্ত_নক্ষত্রের_অতৃপ্ত_নির্বাসন
(শাওন ইরিক)