ছেঁড়া তৃণ ফুল

66 7 0
                                    

সুদূর অতীতে একবার কিভাবে জানি সম্পর্কের সূতো ছিঁড়ে গিয়েছিলো, তারপর থেকে কারো হৃদয়ে শিকড় গজানো ভুলে গেছি। এক আকাশ সমান ভালোবাসা বুকে নিয়ে হাসিমুখে একবারো পিছনে না তাকিয়ে সব ছেড়ে পালিয়ে যেতে শিখে গেছি। এক জীবনে সব কিছু পেয়ে যাওয়ার মিথ্যে কল্পনাগুলি সত্য ভেবে মিথ্যে করে সুখি হওয়া শিখে গেছি।

কোনো মাকড়সার জাল আর বেঁধে রাখতে পারেনি আমায়। না নদীর বিপরীতে ছুটে আসা কোনো দমকা হাওয়া পেরেছিলো সময়কে থামিয়ে দিতে। না ডায়েরির পুরোনো কোনো ছেঁড়া পাতা পেরেছিলো আমায় ভুলিয়ে ভালিয়ে ঘাসের ডগায় লুকিয়ে থাকা তৃণ ফুলগুলির সন্ধানে এক ফোঁটা শিশির ছড়াবার আনন্দ দিতে।

আমি তো স্বেচ্ছায় করেছি এ কারা বরণ,
তবে কিসের অজুহাতে আজ তুমি অনুতপ্ত?

এখন নিশুতি রাতWhere stories live. Discover now