________শূণ্যতা________,

126 15 16
                                    

নিজের কোলবালিশটা যখন তার অসহ্যকর লাগে,
তখন কি করে বলি সে ভাল আছে?
.
.
বাহু বন্ধনে আবদ্ধ করে, ফিসফিস করে লিপসিন্ক করার বদলে যদি দূরে ছুড়ে ফেলে দেয় সে বালিশ, তাহলে সে নিশ্চিত ভাল নেই
.
.

সপ্তর্ষি মন্ডলের শেষ নক্ষত্রটি নাকি অদৃশ্য হয়ে গেছে, দুটো পাশাপাশি মহাবিশ্ব একে অপরকে ফুড়ে চলে গেছে.. উভয়ে মিলবেনা তবুও একে অপরের কিছু একটাতো ছিড়ে নিয়ে গেছে
.
.
চাঁদের আলো যে জানালা দিয়ে ঢুকে, সূর্যের আলোও সেই বিশেষ জানালাকেই অনুসরণ করে..
ঘরের জানালা বন্ধ করে ঘর অন্ধকার রাখে বলে - মা প্রায় তাকে বকে..
.
.
কিন্তু এত আলো তার কেন ভাল লাগবে? এই আলো তো তার ভিতরের আঁধারকে আলোকিত করতে পারবেনা!
.
.
খোলা জানালার উদাম হাওয়া তার শ্বাসনালী বেয়ে ফুসফুস পর্যন্ত যাবে ঠিকই কিন্ত ভিতরের মহাশূণ্যতা তো পূরণ করতে পারবেনা!
.
.
কারণ সেই শূণ্য জায়গায় একদিন যে থাকত, সে বাড়ি চলে গেছে, আর বলে গেছে,
সে আর ফিরবেনা, তার জন্যে যেন কেউ অপেক্ষা না করে....
.
.
সেই শূণ্যতা এখন কেউ পূরণ করতে পারবেনা আর... কারণ সেই শূণ্যতা এখন মহাবিশ্বের বাইরের শূণ্যতার মত, যেখানে শূণ্য (স্থান) বলে হয়ত আদৌ কিছু নেই...?

এখন নিশুতি রাতWhere stories live. Discover now