পৃথিবীর ভালোবাসা অর্জনে ছুটতে গিয়ে
সেগুন গাছের আড়ালে লুকানো ক্রন্দনরত প্রেয়সীর শুকনো ফুল তো চোখে পড়েনি কখনো।
ক্রমে ক্রমে চোখের জ্বলে ভিজে ওঠা সে ফুল, অথবা তার অশ্রুতে কাগজের নৌকা ভাসানো সে কূল, ভুল করেও এ চোখ দর্শন করেনি।
আমার এ পথ চেয়ে
যে রমণী করেছে-
অশ্রু বর্ষণ।
ফুল হাতে চোখে জল,
সে জলে ফোঁটা কত শতদল,
এ চোখ তো করেনি দর্শন।কত প্রান্তর হলো মরুভূমি, কোনো ফল কোথা আজো ফলেনি,
যত ফুল ছিলো সব তার হাতে, এখনো তো হৃদয়ের কথা বলেনি।Amidst the beautiful rain on the sunset,
the tears get slightly obscured,
The salty lake on the horizon-
will cover up, kinda ensured.The secrecy in her tones but inundations on her voice,
the latency in her words, I got..
Decency in her choice ...The enigma in her smile-
concealed with such sorcery
that the riddles in her eyelids,
prepared with tragic armoury..She follows me like a shadow,
& shadows are like essence,
Those shadows are like Sparkles,
when darkness has the presence!অনেকদিন পর একটু লেখার চেষ্টা করলাম... আবার শুরু করলাম...
:)
©Shawon Eric (©righted)
Nov 26 2019