Part 1: First meet

236 8 3
                                    

YN তার নতুন স্কুলে ঢুকে তার ক্লাস খুজতে লাগলো। ক্লাস খুজে পেলে সে সেখানকার একটা সিটে তার ব্যাগ রেখে বসে পড়ে৷ সে খুব nervous। সে বেশি তাড়াতাড়ি চলে আসায় ক্লাসে তেমন কেউ নেই। তার পিছনের সিটে একটা মেয়ে বসে কিছু একটা লিখছে আর পাশের সারির সিটে ৩ টা ছেলে বসে গল্প করছে।

YN অনেক nervous। একদম ছোটকাল থেকেই YN Daegu তে ছিল, গত সপ্তাহে Busan এ shift করেছে । নতুন পরিবেশে খাপ খাওয়াতে একটু সময় তো লাগবেই। হঠাৎ পেছনের মেয়েটা yn কে ডাকলে সে চমকে পেছনে তাকায়।

??: এই শোনো
yn: ব-বলো
??: তুমি কি নতুন?
yn: হ্যা
?? : তোমার নাম কি?
Yn:  Kim Y/N, তুমি?
??: Kim Liya, nice to meet you 😄
Yn: you too.

তখন ক্লাসে আরেকটা মেয়ে ঢুকে প্রথমেই YN কে দেখে ডাক দেয়।

??: তুমি কি নতুন student?
Yn: হ্যা
??: ও..নাম কি?
Yn: Kim  YN
??: আমি Kim Mou.
Yn: ও
Mou: friend হবে?
yn: sure.
Liya: আমিও friend হবো
yn: অবশ্যই।

তারা তিনজন কিছুক্ষন গল্প করলো আর তখনি বেল বাজলো। আধা খালি ক্লাস হুট করে ছাত্র ছাত্রিদের দিয়ে ভরে গেল। lunch time এ-

Mou: এই, yn
Yn: বলো
Mou: ওইযে ওই ছেলেটাকে দেখেছ?
yn: লম্বাটা?
Mou : হ্যা। ওর নাম Jeon Jungkook। আমার ছোটকালের ফ্রেন্ড।
yn: তোমার crush? 😏
Mou: হ-হ্যা 😅 আর তার পাশে যে দাড়িয়ে না? সে হচ্ছে Kim Taehyung, Jk এর best friend আর Liyaর crush, কিন্তু tae liya কে একদমই পছন্দ করে না 😒
yn: কেন?
Mou: কি জানি? আচ্ছা তুমি কি.…..কোনো extra curriculum এ পড়ো?
yn: হ্যা, পিয়ানো শিখি!
Mou: কোথায়?
Yn: Busan cultural academy তে।
Mou: ও, আমি ওখানে আর্ট শিখি, Jk আর আমি এক ব্যাচে। তাহলে আজকে কি বিকালে ওখানে দেখা হচ্ছে?
Yn: হ্যা 😄

ছুটির পর Yn বাসায় গিয়ে খেয়েদেয়ে রেস্ট নিয়ে ৪টায় পিয়ানো ক্লাসের উদ্দ্যেশ্যে রওনা হয়। সে লেট। দৌড়ে গিয়ে সে ক্লাসে ঢুকে দেখে অলরেডি ক্লাস শুরু। তবে টিচার তাকে কিছু বলল না।

teacher: আসো। (to students) students, ও তোমাদের নতুন batchmate. নাম কি তোমার?
yn: Kim Y/N
Teacher: Yn তুমি ঐ লাস্ট বেঞ্চে গিয়ে বসো।

YN বসলো। তার পাশের সিট খালি। প্রায় ১৫ মিনিট পর একটা ছেলে হন্তদন্ত হয়ে ক্লাসে ঢুকলো।

??: may I come in?...sir?
Teacher: এই দেখ আমাদের লেট লতিফ হাজির, বসো!
All: 😂

ছেলেটা Yn এর পাশের সিটটায় বসে হাপাতে লাগলো। Yn তার দিকে তাকিয়ে আছে। ছেলেটাও নতুন student টার দিকে তাকালো। তার মুখ blush করতে লাগলো। দুইজনের eye contact হলে দুজনই আবার চোখ ফিরিয়ে নেয়।

YN's Pov: Oh god....ছেলেটা এত cute...crush খেলাম মনে হয় 😍

ক্লাস শেষ হয়ে গেলে ছেলেটা যেইনা Yn কে ডাকতে যাবে অমনি ৪টা মেয়ে এসে Yn কে প্রশ্ন করতে শুরু করে।

??: তোমার নাম যেন কি?
??: তোমার বয়স কত?
??: কোন ক্লাসে পড়?
??:  কোন স্কুলে?

Yn আবার nervous হয়ে পড়ে। ও একটু awkward টাইপের। ছেলেটা সেটা বুঝতে পারে।

??: আরে, ছেড়ে দেও ওকে, এমনিতেই ও একটু nervous, আগে এই পরিবেশে একটু মানিয়ে নিক then দেখো ও নিজে থেকেই সব বলবে।

??: ok, এই চল যাই

মেয়েগুলো চলে গেলে yn ছেলেটাকে thanks জানায়।

yn: thank you so much... আমি আসলেই  অনেক nervous ছিলাম 😅 তোমার নাম কি?
??: Min Yoongi, তোমার?
yn: Kim YN, nice to meet you. Friend?

Yn তার হাত বাড়িয়ে দিল Yoongiর দিকে।

Yoongi: sure *handshake*

এমন সময় Mou ক্লাসে উকি মারলো

Mou : Yn~
Yn: ও, আয়।
yoongi: আমি যাই, bye
Yn: bye.

Mou ক্লাসে ঢুকে ও Yoongi চলে যায়।

Mou: কেমন ছিল  ক্লাস?
yn: ভালোই, একটু আগে যে ছেলেটা গিয়েছিল না?
Mou : Yoongi?
Yn: হ্যা, ছেলেটা অনেক cute...crush খেয়েছি ওর উপর 😍
Mou: ও আচ্ছা? 😏 চল একসাথে বাসায় যাই।
yn: চল। yoongi কোন ক্লাসে পড়ে?
Mou: 2-E, আমাদের সাথে। Busan Model School  এ।
yn: BMS?
Mou: হ্যা।

Yn ও Mou  কথা বলতে বলতে যেতে থাকে বাসায়।

[Part 1: First meet (end)]

Your love (Bangla) [COMPLETED]Where stories live. Discover now