প্রায় ১ মাস পর। Yn স্কুলে গিয়ে দেখলো সব মেয়েরা মিলে একটা টেবিল ঘিরে দাড়িয়ে কার সাথে যেন কথা বলছে। Yn তার সিটে ব্যাগ রেখে তাদের কাছে গেল।
Yn: কি হয়েছে?
Liya: নতুন student এসেছে।
Yn: ওYn সেখানে ঢুকলো না, ভিড় কমলে ও এমনিতেই কথা বলতে পারবে। আর তাছাড়া একটা নতুন student এর চারপাশে এভাবে দাড়িয়ে থাকারই বা কি দরকার? সে কি ভীনগ্রহের এলিয়েন?
যাই হোক, Yn তার সিটে বসে রইলো। সে নতুন student টার গলার স্বর শুনতে পেল। মোটেও সেটা Yn এর মতো awkward আর nervous না, কেমন জানি cheerful, যেন গত ৬ মাস ধরে ও তাদের ক্লাসমেট।
ক্লাসের বেল দিতেই সবাই আবার নিজের সিটে বসে পড়লো। Yn তখন মেয়েটার মুখ দেখতে পায়। একদম cheerful, কোনো nervousness বা awkwardness কিছুই নেই। ক্লাসে টিচার ঢোকার পর Yn মেয়েটার নাম জানতে পারে। নাম Kim Noor.
লাঞ্চ টাইমে Yn Noorএর সাথে কথা বলার চেষ্টা করে।Yn: Anneyong!
Noor: Anneyong!
Yn: তোমার নাম যেন কি?
Noor: Kim Noor, তোমার?
Yn: Kim Y/N, আমি এই স্কুলে এলাম প্রায়...দেড় মাস হলো।
Noor: আগে কোথায় ছিলে?
Yn: Daegu
Noor: আমি Seoul এ, Appaর চাকরির বদলির কারনে এখানে আসা।
Yn: ও, তো লাঞ্চ করবে না?
Noor: হ্যা, চলো একসাথে ক্যান্টিনে যাই।
Yn: চলো।তারা দুইজন একসাথে ক্যান্টিনে যেতে থাকে।
Yn: তুমি কোনো extra curriculum এ পড়ো?
Noor: আমি? আমার কোনো talent আছে নাকি? 😂 তুমি পড়ো?
Yn: হ্যা, পিয়ানো শিখি।
Noor: সত্যি? পিয়ানো বাজাতে পারো?
Yn: নাহলে কি এমনি এমনি ভর্তি হয়েছি? 😑
Noor: ও, তো... কোথায় শিখো?
Yn: Busan cultural academy তে।
Noor: ও।Yn আর Noor একসাথে লাঞ্চ করলো। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই Yn বুঝে গেল কেন তখন সবাই তার বেঞ্চ ঘিরে দাড়িয়ে গল্প করছিল। মেয়েটা সত্যি অনেক friendly। প্রথমদিনেই সবাই তাকে পছন্দ করে ফেলল।
[Part 6: new student (end)]
KAMU SEDANG MEMBACA
Your love (Bangla) [COMPLETED]
Fiksi Penggemar"তুমি অনেক ভালো পিয়ানো বাজাও" "তুমিও" "আমি শিওর যে তুমি এবার পিয়ানো কম্পিটিশনে ফার্স্ট হবে" "এহ জিবনেও না!" A cute love story between 2 pianist