পরদিন yn স্কুলে যাওয়ার পরেই সবাই তাকে জিজ্ঞেস করতে থাকে, তোমার হাতে কি হয়েছে? Yn প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে। মাত্র ২ দিনেই ও সবার সাথে মিশে গেছে। Mou ওকে এ ব্যাপারে help করেছে। Lunch time শুরু হতেই সবাই ক্যান্টিনে দৌড় দিল। Yn, Jk আর Tae ক্লাসে। Yn খাচ্ছে, Tae আর jk গল্প করছে। Yn খাওয়ার ভান করে তাদের গল্প শুনছে।
jk: আমাদের cultural academyর আর্ট ক্লাসটা ফালতু।
tae: কেন কি হয়েছে?
jk: সবগুলা মেয়ে দেখতে বান্দরের মত। 😑
Tae: 😂 কেন Mou কি করেছে?
jk: ওকে বাদ দিয়ে। পিয়ানো ক্লাসের গুলো অনেক সুন্দর...কিন্তু একটু savage টাইপের।
Yn: *clears throat* 😐
*মনে মনে* আমি কবে থেকে savage?
Tae: Liya আমার উপর crush খেয়েছে...কিন্তু আমার তো অন্য কাউকে পছন্দ।
jk: কে? 😏
tae: *ফিসফিসিয়ে* YnYn শুনতে না পেলেও ঠিকই বুঝেছে যে tae yn কে mention করেছে।
yn: *clears throat*
jk: hmm...good choice. মনে হয় ও তোকে accept করবে 😏😁Yn তার টিফিন বক্স ব্যাগে রেখে হাত ধুতে গেল।
আজকে শুক্রবার, হাফ ক্লাস। তাই পরের পিরিয়ডে ক্লাস হয়ে ছুটি হয়ে গেল। ছুটির পরও কারো বাসায় যাওয়ার নাম নেই। বেশির ভাগই ঘুরে বেড়াচ্ছে। Yn এখনো পুরো পরিবেশে মানিয়ে নিতে পারেনি। তাই সে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল।
সে রেলস্টেশনে গিয়ে দেখলো মাত্র ট্রেন এসেছে। সে উঠে পড়লো। সব সিটেই passenger রা বসে আছে। তাই সে handle ধরে দাড়িয়ে রইলো। Yn এর স্কুল ১১ নং স্টেশনে, বাসা ৮ নং।
ট্রেন ছাড়লে সে খেয়াল করলো Yoongi তার সামনের সিটে বসে ঘুমাচ্ছে। পরনে স্কুল ড্রেস আর কোলে ব্যাগ। Yn তার দিকে তাকিয়ে একবার রুমালটা ফেরত দেওয়ার কথা ভাবলো। পরে আবার ভাবলো ঘুম থেকে উঠলে দিবে। ট্রেন ৯ নং স্টেশনে থামলে আধা খালি বগি passenger দের দিয়ে পরিপূর্ণ
হয়ে গেল। Yoongi এর পাশের সিট খালি, কিন্তু সে বসলোনা। যাত্রীদের ধাক্কায় সে হঠাৎ Yoongiর উপর পড়ে গেল।
Yoongi চমকে উঠে পড়লো। দেখলো Yn এর মাথা তার কোলের উপর। Yn উঠে দাড়ালো।Yn: I'm sorry-
বলতে না বলতেই ট্রেন ছাড়লো আর Yn আবার ট্রেনের ঝাকুনিতে পড়ে গেল। Yoongi Yn এর হাত ধরে উঠালো।
Yoongi: তুমি অনেক clumsy *yawn*
Yn: আমি জানি।Yn নিচ থেকে তার ব্যাগ উঠিয়ে Yoongiর পাশে বসে পড়লো।
Yoongi: তোমার হাতের কি অবস্থা?
Yn: এখন ভালো৷ বাসায় গিয়ে ব্যান্ডেজ করেছিলাম। ইয়ে...তোমার রুমালটাYn তার ব্যাগ থেকে Yoongiর রুমালটা বের করে দেয়।
Yn: নাও, ধুয়ে দিয়েছি।
Yoongi: লাগবে না, আমি আরেকটা কিনেছি এটা তোমার কাছে রাখো।
Yn: আমি নিয়ে কি করবো তোমার জিনিস?
Yoongi: আমি কি জানি?এমন সময় ট্রেন ৯নং স্টেশনে এসে থামে। Yoongi আর Yn ট্রেন থেকে নেমে বাসায় চলে আসে।
Yn কি করবে রুমালটা দিয়ে?
[Part 3: Crush (end)]
VOCÊ ESTÁ LENDO
Your love (Bangla) [COMPLETED]
Fanfic"তুমি অনেক ভালো পিয়ানো বাজাও" "তুমিও" "আমি শিওর যে তুমি এবার পিয়ানো কম্পিটিশনে ফার্স্ট হবে" "এহ জিবনেও না!" A cute love story between 2 pianist