শনিবার, সাপ্তাহিক ছুটি। Yn বাসায় বসে bored হচ্ছিল তাই সে একটা কফি শপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এখানে মাত্র ১টা কফি শপ চেনে, যেটা একটা শপিং মলের ভেতর।
কফি শপটা ৮ তলায়। Yn লিফটে উঠলো। লিফট ২ তলায় থামলে হঠাৎ tae লিফটে ঢোকে। দুইজনের eye contact হয়। awkwardness কমাতে৷ yn কথা বলা শুরু করে।Yn: hi
Tae: hi, (Yn এর হাতে ব্যান্ডেজ দেখে) হাতে কী হয়েছে?
Yn: এইতো...কেটে গেছে
Tae: কবে?
Yn: কালকে।লিফট ৪তলায় আবার থামলো। এবার একটা বড়সড় দল এসে লিফটে উঠলো। Tae ইচ্ছা করে Yn এর গা ঘেষে দাড়ায়। Yn তা বুঝতে পারে। সে blush করতে থাকে। ৭ তলায় এসে সবাই নেমে যায়। Yn ৮ তলায় কফি শপে এসে দেখলো Mou, Liya আর আরেকটা মেয়ে বসে গল্প করছে। Yn তাদের টেবিলের সামনে গেল।
Yn: কিরে
Mou: আরে, তুই?
Liya: কখন এলি? বস।
Yn: এইতো, বাসায় বসে bored হচ্ছিলাম তাই কফি শপে এলাম।
Liya: ঠিক টাইমে এসেছিস। আমরা এখনো কফি অর্ডার দেইনি।
Mou: Yn, এ হলো Liyaর cousin, Kim Ariba. আর Ariba, এ হচ্ছে আমাদের new student, Kim Y/N
Yn: nice to meet you
Ariba: you too 😊
Liya: আমি কফি অর্ডার দিয়ে আসি?
Mou: যা।
Yn: কোন ক্লাসে পড়ো?
Ariba: 3-E
Yn: ও, তাহলে আমার সিনিয়র।
Ariba: আমি এখানে বেড়াতে এসেছি, seoul এ থাকি। আবার পরশু চলে যাব।
Yn: আমরা গত সপ্তাহে এখানে shift হলাম।Liya ৩টা কফি অর্ডার দেয়।
Yn: ও হ্যা, জানিস কী হয়েছে? কালকে যখন তোরা ক্যান্টিনে ছিলি তখন Tae আর Jk ক্লাসে গল্প করছিল। কী বলেছে জানিস?
Liya: হ্যা জানি, Tae আমাকে পছন্দ করেনা, তাইতো? 😑😩আমি কী এমন করেছিলাম?
Ariba: এটা ওর পার্সোনাল opinion
yn: তা তো বলেছেই, আরো বলেছে যে ও অন্য কাউকে পছন্দ করে।
Mou: কাকে?
Ariba: কাকে?
Yn: আমাকে 😶
Liya: কিইইইইইই??????
Mou: আস্তে বল, গাধা!
Yn: কিন্তু আমি চাইনা যে ও আমার বয়ফ্রেন্ড হোক, আমিও অন্য কাউকে পছন্দ করি।
Ariba: কাকে? 😏
Mou: চিনির ডিব্বাকে চিনিস?
Liya: ও হ্যা, ওইযে তোদের পিয়ানো ক্লাসের একটা ছেলে না? নাম শুনেছি কিন্তু কখনো দেখিনি।
Ariba: চিনির ডিব্বা??
Yn: তোরা ওকে চিনির ডিব্বা ডাকিস? 😂 জানতাম না।
Mou: হ্যা, দেখতে চিনির ডিব্বার মতোই না?
Liya: আমি কি জানি? কখনো দেখিনিতো।
Mou: দাড়া, পিক দেখাচ্ছি। ঐ চিনির ডিব্বা হচ্ছে Yn এর ক্রাশ।
Ariba: ওর আসল নাম কি?
Yn: Min Yoongi.
Mou: (Yoongiর পিক দেখিয়ে) এইযে।
Liya: Awwwwww কত্ত কিউট~
Ariba: ও কি সত্যিই এটা?
Yn: তো? Mou তুই এটা কোত্থেকে পেলি?
Mou: Instagram এ ওর ফার্স্ট পোস্ট ছিল এটা।
Yn: ওর insta আইডি কি?
Mou: @minsuga93, কিন্তু ও এটার password ভুলে গেছে 😂 ওর আইডিতে গেলে শুধু এই পিকই পাবি।
Yn: ও
Ariba: hmm অনেক কিউট ছেলেটা
Yn: *nervous smile*
Liya: তোর জন্যে perfect.কফি চলে এলে তারা ৪ জন কফি খেতে থাকে।
Mou: আমি decision নিয়েছি কাল jk কে propose করবো।
Liya: আজকেই কর, ও জানে তো।
Mou: এসেছে?
Liya: হ্যা, দেখলাম ও playground এ skate board চালাচ্ছিল।
Mou: তাহলে দেখি
ariba: ask out করবে?
Mou: হ্যা। 😶কফি শেষ করে বিল মিটিয়ে তারা ৪ জন বের হয়। Liyaর কথামতো তারা jk কে playground এ খুজে পায়। Jk কে তারা আরেকটা মেয়ের সাথে হাত মেলাতে দেখে।
Yn: মেয়েটা কে?
Liya: কি জানি?
Mou: চল জিজ্ঞেস করি।তারা ৪ জন একসাথে Jkর কাছে যায়।
Jk: hi
Yn: hi
Jk: Yn, তোমার হাতে কি হয়েছে?
Yn: এইতো, গতকাল পিয়ানো ক্লাসে কেটে গেছে।
Mou: মেয়েটা কে?
JK:ও? ও আমার cousin, Jeon Sunan
Sunan: hi.
Mou: ও, (Jkর হাত ধরে) আসো আমার সাথে, কথা আছে।
Jk: কি কথা?
Mou: আগে আসো।
Sunan: oppa কে কোথায় নিয়ে যায়?
Ariba: ask out করতে।
sunan: ask out!? Wow!
Yn: *smile* হ্যা 😆। btw, আমি Yn,
Liya: আমি Liya আর ও ariba, আমার cousin. ও বেড়াতে এসেছে।
Sunan: hi. আমিও বেড়াতে এসেছি, পরশু চলে যাব।
Ariba: আমিও 😂এদিকে Mou আর Jk:
Mou Jk কে একটা আমগাছের নিচে নিয়ে যায়। jk তার উদ্দেশ্য বুঝতে পারে।
jk: কি? propose করবে?
Mou: হ্যা? হ-হ্যা...
Jk: যাও, আজকে থেকে আমি তোমার boyfriend
Mou: সত্যি?
jk: তো?Mou Jk কে hug করে। jkও তাকে hug করে। দূর থেকে কথা বলতে বলতে বাকি ৪জন তাদের দেখে মুচকি হাসতে থাকে। Yn এর চোখে Yoongiর চেহারা ভেসে ওঠে।
Yn কি পারবে Yoongiকে ওর feelings বলতে?
[Part 4:Ask out (end)]
YOU ARE READING
Your love (Bangla) [COMPLETED]
Fanfiction"তুমি অনেক ভালো পিয়ানো বাজাও" "তুমিও" "আমি শিওর যে তুমি এবার পিয়ানো কম্পিটিশনে ফার্স্ট হবে" "এহ জিবনেও না!" A cute love story between 2 pianist