Part 12: Outside

28 5 0
                                    

Yn  পরদিন (১২ ফেব্রুয়ারী)  Lisaর সাথে বাইরে বের হয়। বাইরে বরফ পড়লেও শীত নিয়ে Yn এর কোনো মাথাব্যাথা নেই। 
ইতিমধ্যে জানুয়ারি মাসে তার আর Lisaর বার্থডে চলে গেছে, তার মানে তাদের দুজনের বয়স এখন ১৬। সেটা নিয়েও Yn এর কোনো মাথাব্যাথা নেই।  তার কাছে বার্থডে মানে "কেক না কাটলে বয়স বাড়ে না " এরকম ব্যপার 😂😂।

পার্কে ice skating করার মতো পিচ্ছিল বরফ জমেছে। সেখানে Jk, Mou, Liya একসাথে  স্কেটিং করছিল। Mou Yn কে দেখে এগিয়ে আসে।

Mou: Yn??
Yn: হ্যা
Mou: *holds Yn's shoulders * তুই সুস্থ হয়ে গেছিস?
Yn: হ্যা, কিন্তু...তুমি কে?

কথাটা শুনে Lisa আর Mou দুজনই হতভম্ব হয়ে গেল, তুমি কে মানে?

Lisa: ইয়ে... Mou, ওর মনে হয় memory weak হয়ে গেছে...ফিরে আসবে আবার।
Mou : তাহলে দেখ তো, Jk আর Liya কে চেনে কিনা?

Jk আর Liya কে সামনে আনার পরও সে কাউকে চিনতে পারলো না। কিন্তু তার মাথার মধ্যে বারবার কার যেন চেহারা ভাসছিল, সে বারবার চেহারাটাকে চেনার চেষ্টা করছে, কিন্তু পারছে না।

আসার সময় সে Mou আর Liyaর কাছে জানতে পারলো যে, তারা তিনজন তার ক্লাসমেট আর তারা ভালো বন্ধু। কিন্তু Yn এর কিছুই মনে নেই।

Yn Lisaকে বলল ছেলেটার কথা

Yn: Lisa?
Lisa: বল
Yn: আমার কি...এমন কোনো ছেলে ফ্রেন্ড ছিল? যার সাথে আমি বেশির ভাগ সময় কাটাতাম?
Lisa: হঠাৎ এই কথা বললি কেন?
Yn: না মানে, কালকে পিয়ানো বাজানোর পর থেকে কার চেহারা যেন আমার চোখে ভাসছে। কিন্তু ঠিক চিনতে পারছি না।
Lisa: ছেলেটা দেখতে কেমন?
Yn: অনেক কিউট, চোখগুলো ছোট ছোট, কালো সিল্কি চুল,  একদম ফরসা।
Lisa: I can guess.....তুই ওকে দেখতে চাস?
Yn: যদি possible হয়।
Lisa: তাহলে আয়।

Lisa Yn এর হাত ধরে দৌড়াতে শুরু করে। পার্কের একদম কোনার এক বেঞ্চে একটা ছেলে বসে কফি খাচ্ছিল। তার  সামনে এসে তারা দাড়ায়।

Lisa: Yoongi!
Yoongi: *Looks at Lisa* hm?
Lisa:  Yn, এ না?

Yn প্রায় ২ মিনিট Yoongiকে খুটিয়ে খুটিয়ে দেখে  তারপর confirm হলো যে, এ ই সেই ছেলে।

Yoongi: Yn? তুমি সুস্থ হয়েছো finally?
Yn: হ্যা....ত-তোমার নাম কি?

Yoongiর মাথায় আকাশ ভেঙে পড়লো।
Lisa তার কাছে এসে ফিসফিস করে Yn এর weak memoryর কথা বলল। তখন Yoongi সব বুঝতে পারল।

Yoongi: ইয়ে...Yn....আমি Min Yoongi, তোমার পিয়ানো ক্লাসমেট।

Yn: পিয়ানো ক্লাসমেট?আমি পিয়ানো স্কুলে পড়তাম?
Yoongi : হ্যা, বসো এখানে, দাড়িয়ে কেন?

Yn বসে অনেক্ষন গল্প করলো৷ বাইরে অনেক ঠান্ডা থাকায় সে বেশিক্ষন থাকলো না। Lisaর সাথে বাসায় চলে এল।

Yn এর বাবা-মা চেয়েছিল Yn কে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে তার weak memory এর চিকিৎসার জন্য৷কিন্তু পরদিন সকালে breakfast করতে করতে হঠাত Yn তার সব ক্লাসমেটদের কথা মনে করতে পারল। পিয়ানো ক্লাসমেটদেরও।

[Part 12: Outside (end)]

Your love (Bangla) [COMPLETED]Tempat cerita menjadi hidup. Temukan sekarang