Part 9: competition

33 3 0
                                    

ঐদিন অডিশনে Yn আর Yoongi selected হয়েছিল। আজকে মূল অনুষ্ঠান। প্রতিযোগিতা শুরু হবে ১০টায়। Yoongi সাড়ে নয়টায় হাজির। এখন সে বসে বসে ঝিমুচ্ছে আর Yn এর জন্য wait করছে।
এদিকে Yn তার কাজিন Lisaর সাথে মেকআপ করতে ব্যস্ত। মেকআপ শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে Yn চিতকার দিল।

Yn: AAAAAAAAAA লেট হয়ে গেছে!!!!!!
Lisa: আর মাত্র ১৫ মিনিট!? তাড়াতাড়ি চল!!

তারা এক মুহুর্ত সময় নষ্ট না করে Yn এর মাকে bye বলে রওনা দিল। তারা দৌড়াতে দৌড়াতে পৌছে যায় সেখানে। Yn আর lisa হাপাচ্ছে। Lisa তার ব্যাগ থেকে পানির বোতল বের করে নিজে একটু খেয়ে Yn কে দেয়।

Yn: আমার চুল শেষ 😐
Lisa: চুল দিয়ে কি হবে? perform করতে পারলেই তো হলো।
এখন যা, তাড়াতাড়ি যা, ঐযে announce করছে কে কোন রুমে।

Yn announcement অনুযায়ি আগে আইডি কার্ড পরে নেয় ও রোল অনুযায়ী তার রুমে চলে যায়। সে Yoongi কে পায়না।

Yn' Pov: থাক, কম্পিটিশনের পরে দেখা করবো।

এক এক করে participants রা perform করে আসে। Yn তার I need u এর পিয়ানো Tune টা বাজায়। তার performance শেষ হলে সে রুম থেকে বেরিয়ে যায়। Lisa বাইরে দাড়িয়ে।

Lisa : performance কেমন হলো?
yn: ভালোই।
Lisa: জেতার ইচ্ছা আছে?
Yn: আছে, তবে ভাগ্যে না থাকলে আর কি করা?
Lisa: চল washroom এ গিয়ে তোর চুলটা ঠিক করে দেই, একদম অগোছালো হয়ে আছে।
Yn: বলেছিলাম না hairspray লাগাতে? লাগালি না তো।

Yn আর Lisa washroom এ গিয়ে চুল ঠিক করে মাঠে চলে যায়।

Yn: ক্ষুদা লেগেছে।
Lisa: আমারো, আমি দুইটা কাপকেক নিয়ে আসি?
Yn: তুই যা, আমি থাকি। পা ব্যথা করছে দৌড়াতে দৌড়াতে।
Lisa: okay, থাক তাহলে।

Lisa মেইন গেটের দিকে ছুটতে থাকে। Yn তার ফোনে গান ছেড়ে কানে ইয়ারফোন লাগিয়ে অন্যমনস্ক হয়ে হাটতে থাকে। কিছুক্ষন পর গান বদলাতে গেলে সে ফোনের দিকে তাকিয়ে হাটতে থাকে আর তখন কারো সাথে ধাক্কা খায়।

Yn: ah, I'm sorry!

সে তখন ঘুরে তাকায় আর দেখতে পায় সেটা আর কেউ না, Tae!

Yn: Tae? এখানে কি করো?
Tae: এইতো, আমার এক ফ্রেন্ড perform করবে তো, তাই দেখতে এলাম। তুমিও perform করেছ?
Yn: হ্যা৷

Your love (Bangla) [COMPLETED]Where stories live. Discover now