Part 10: Lost

31 4 0
                                    

ঐদিন Yn অতিরিক্ত এক্সাইটেড ছিল। সে Lisa কে সারপ্রাইজ দেওয়ার জন্য বিকালে তাকে কফি শপে দেখা করার জন্য ডাকলো।
বিকালে Lisa আগেই কফি শপে এসে Yn এর জন্য অপেক্ষা করতে লাগলো। সে কফি শপের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলো। হঠাৎ সে কিছু দেখে চমকে উঠলো।

Yn কফি শপের সামনের রাস্তা পার হতে গিয়ে ঠাস করে পড়ে গেল আর তখন একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিল। Lisa আর এক মুহূর্ত বসে না থেকে সোজা সিড়ির দিকে দৌড় দিল।

........

Yn আর Lisaর family hospital এ, Yn এর মা কাদছে। Yn এর অবস্থা গুরুতর৷ আর অল্পের জন্য বেচে গেছে। তবে সে কোমায়। কবে জাগবে ঠিক নেই।

পরদিন Ynএর classmate রা তাদের ক্লাস টিচারের কাছে Yn এর accident এর কথা জানতে পারে। Tae অনেক shocked। Mou, Liya, Jk আর Noor তো এখনো বিশ্বাসই করতে পারছে না কথাটা।

ওদিকে   Yn এর পিয়ানো ক্লাসমেটরা কিছুই জানে না।

Yn গত দু সপ্তাহ ধরে পিয়ানো ক্লাসে আসছেনা দেখে Yoongi আর Nabiha অনেক worried, Yn তো এরকম করার কথা না। তারা দুজন Mou আর Jk কে জিজ্ঞেস করলে তারা প্রথমবার খবরটা জানতে পারে। দুইজনই shocked। সেদিন ক্লাস শেষে Nabiha Ynকে দেখতে গিয়েছিল। Yn তার বিছানায় পাথরের মতো শুয়ে আছে, কোনো নড়াচড়া নেই। Nabiha তার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না।

পরের sunday তে Yoongi Ynকে দেখতে যায়। Yoongi Yn এর দিকে অনেক্ষন চেয়ে ছিল।  Yn এর হাত ধরে তার নাম ডাকছিল, এই আশায়- যদি তার ডাক শুনে উঠে পড়ে! কিন্তু সে উঠলো না।

Yoongi তার হাত ছেড়ে চলে গেল।

[part 10: Lost (end)]

Your love (Bangla) [COMPLETED]Where stories live. Discover now