প্রায় ২ সপ্তাহ পর। একদিন স্কুল শেষে Yn, Liya, Mou আর Noor গল্প করতে করতে রেলস্টেশনে যাচ্ছিল।রেলস্টেশনে গিয়ে দেখলো সেখানে বিরাট একটা ব্যানার লাগানো, সবাই সেখানে তাকিয়ে আছে। তারা ৪ জনও গেল।
Liya: Firework festival?? অনেকদিন পরে হচ্ছে না?
Mou: হ্যা, লাস্ট হয়েছিল আরো ২ বছর আগে।
Noor: আগে কি প্রতিবছরই হতো?
Mou: হ্যা।
Yn: কবে এবারেরটা?
Liya: রবিবারে
Noor: আজকে তো বুধবার...তার মানে আরো ৩ দিন পর।
Yn: সবাই Hanbok পড়বে না?
Mou: হ্যা।
Yn: কিন্তু আমি পারিনা পরতে। 😅
Noor: আমিও না 😅
Liya: সমস্যা নেই, আছেনা বাসায় Hanbok?
Yn: হ্যা
Noor: হ্যা।
Mou : আমরা আছি না! আমরাই পারবো।
Liya: ট্রেন এসে গেছে!!তারা ৪ জন ট্রেনে উঠে একেকজন একেক জায়গায় বসে পড়লো।
Yn বাসায় এসে তার আম্মুকে বলল festivalটার কথা। আম্মু রাজি। পিয়ানো ক্লাসে যাওয়ার পরও তারা Festival টা নিয়েই গল্প করতে লাগলো।Nabiha: আমি সারাবছর এই festival টার জন্য অপেক্ষা করতাম। কিন্তু গত ২ বছর হয়নি দেখে আশা ছেড়ে দিয়েছিলাম।
Yn: আশা এখন back করেছে 😂😂
Nabiha: তাই মনে হয়।ঐ দিনও টিচার absent ছিল। তাই সারাটা ক্লাস তারা গল্প করে কাটিয়ে দিল। Yoongi প্রতিদিনের মতই ওই 309 নং রুমে প্র্যাক্টিস করছে।
Yn: এই ছেলে এত প্র্যাক্টিস করে কেন?😑
ছুটির পর Yn কেবল Nabiha কে bye বলে তার বাসায় রওনা দিবে আর তখনি Yoongi আসে।
Yoongi: Hi
Yn: Hi? এতক্ষন কই ছিলেন মহারাজ? ক্লাসে আমরা Firework festival এ কি করবো তা ভাবছিলাম আর এদিকে আপনি আপনার প্র্যাক্টিস নিয়েই পড়ে আছেন, এত প্র্যাক্টিস কিসের?
Yoongi: ঐটাই বলছিলাম আরকি, আগামী ৮ November একটা পিয়ানো কম্পিটিশন আছে, তো ওখানে যে ফার্স্ট হবে সে abroad এ Germany তে পড়াশোনা করতে পারবে।
Yn: *mouth open*
Yoongi: কিরে হা করে আছো কেন? মশা ঢুকবে তো!
Yn: তুমি সেখানে যাবে??
Yoongi: হ্য...তোমাকেও বললাম, অডিশন দিবে?
Yn: দেখি, আর.... Firework festival এ যাবে?
Yoongi: না গিয়ে উপায় আছে? ২ বছর পর হচ্ছে, যেতে তো হবেই।
Yn: Ah, okay Bye!
Yoongi : Anneyong!Yn বাসায় চলে এলো। সে তার আলমারি থেকে hanbok টা বের করে পরার চেষ্টা করলো, কিন্তু সেটা ছোট হয়ে গেছে।
mom: মনে হয় আরেকটা কিনতে হবে।
Yn: চলো, কিনে নিয়ে আসি।
Mom: এখন? না, কালকে যাব।
Yn: okay.রবিবার। আজকেই অনুষ্ঠান। Yn,Liya, Noor আর Mou অনেকগুলো আতশবাজি কিনেছে। সাথে ফানুসও আছে কয়েকটা। সন্ধ্যা ৬টা থেকে শুরু হলো আতশবাজি ফোটানো। Ynরা কেবল ফোটাচ্ছে, এর মধ্যে Jkর দল হাজির।
Mou: হুম...এখন আসার টাইম হলো? ফোন দিয়েছিলাম সেই কখন!
jk: ইয়ে...Taeর দোষ, গিয়ে দেখি ও ঘুমাচ্ছে।
Tae: কি? এখন আমার দোষ,না?
Jk: তোরই তো, আর কার হবে?Mou: Okay, okay, এখন চলো দেখি কে বেশি আতশবাজি ফোটাতে পারে, আমি আর Liya এক দল, আর Jk আর Tae একদল।
Liya: okay, I'm ready
Tae: আমরাও।তারা ৪ জন প্রতিযোগিতা করতে লাগলো আর Noor আর Yn ফানুস উড়াতে লাগলো। প্রথম ফানুসটা ওড়ানোর পর Yn আনন্দে লাফাতে লাগলো।
Noor: কিরে, বাচ্চাদের মতো লাফাচ্ছিস কেন?
Yn: আমি তো বাচ্চাই, বড় হলাম কবে?তখন হঠাৎ কে যেন Yn কে ডাক দিল।
??: YN!!!!
Yn: আরে, Lisa! তুইও এসেছিস?
Lisa: হ্যা, এমন স্পেশাল event কিভাবে মিস করি?
Yn: ওইটাই, Noor, এ হচ্ছে আমার cousin, Kim Lisa.
Lisa: hi!
Noor: hi!তারা ৩ জন একসাথে ফানুস ঊড়াতে লাগলো। Liya হঠাৎ চিতকার দিয়ে উঠলো।
Liya: YAY!! আমরা জিতে গেছি!!!
বলে সে Mou এর সাথে high 5 করলো।
Lisa: কি হয়েছে?
Yn: ওইতো, Jk আর Tae এর সাথে ওরা দুইজন প্রতিযোগিতা করছিল কে কতগুলো আতশবাজি ফোটাতে পারে।
Lisa: ও, Mouরা জিতেছে?
Yn: হ্যাকিছুক্ষন পর আকাশে একটা বড় আতশবাজি ফুটে উঠলো।
সবাই বুঝে গেল মূল অনুষ্ঠান শুরু। তারা দৌড়ে যেখানে আতশবাজি ফুটলো সেখানে ছুটে গেল। সবাই ছবি তুলছে আর ভিডিও করছে৷ Yn আর Lisa কিছুক্ষন পরপর আতশবাজি দেখে চিতকার দিচ্ছিল আর একে অপরকে ধরে লাফাচ্ছিল। সবার মনেই আনন্দের বন্যা। ভীড়ের পেছন থেকে Yoongi Ynএর childish behaviour গুলো দেখছিল আর মুচকি হাসছিল।Yoongiর ও কি Yn এর জন্য feelings আছে?
[Part 7: Firework festival (end)]
ESTÁS LEYENDO
Your love (Bangla) [COMPLETED]
Fanfic"তুমি অনেক ভালো পিয়ানো বাজাও" "তুমিও" "আমি শিওর যে তুমি এবার পিয়ানো কম্পিটিশনে ফার্স্ট হবে" "এহ জিবনেও না!" A cute love story between 2 pianist