: oppa, আর কতক্ষন পিয়ানো বাজাবে? এবার ওঠো
: চুপ থাকো।
: কেন আমি কি করেছি?
: রুম থেকে বের হয়ে যাও
: কিন্তু-
: যেতে বলেছি! Don't disturb me, I want to delete you from my life
: কেন oppa?ছেলেটা কোনো উত্তর না দিয়ে দাড়িয়ে Yn এর দিকে তাকালো আর তখনি Yn এর পায়ের নিচের মেঝে ভেঙে গেল। Yn নিচে পড়ে যেতে লাগলো।
: OPPPPPPAAAAAAAAA!!!!!!!
.......
Yn চোখ খুলল। সে দেখলো সে একটা রুমে শুয়ে আছে। তার ডানপাশে কয়েকটা মেশিন আর তার পাশের জানালায় একটা মেয়ে দাড়িয়ে।
Yn ওঠার চেষ্টা করলো। মেয়েটা শব্দ শুনে তার দিকে এগিয়ে এল।: তুই উঠেছিস তাহলে!
: L-Lisa? কি হয়েছিল আমার? *cough*
Lisa: আগে পানি খেয়ে নে। সব বলছি।Yn পানি খাওয়ার পর Lisa তাকে সব বলে৷
Yn: ৪ মাস??? ৪ মাস আমি কোমায় ছিলাম?
Lisa: হ্যা, গত ৯ নভেম্বরে accident করেছিলি, এখন ফেব্রুয়ারি ৯। পাক্কা ৪ মাস।
Yn: ও।Yn বিছানা থেকে উঠে পড়লো। কিন্তু দাড়াতে পারলো না। Lisaর কাধে হাত রেখে সে দাড়ালো। তারপর আস্তে আস্তে হেটে জানালার কাছে গেল। বাইরে অনেক ঠান্ডা, বরফ পড়েছে।
Yn এর ভালো লাগছিল না বলে সে Lisaর সাথে সেদিন পুরো হাসপাতালের করিডর ঘুরছিল। ডাক্তার আর নার্সরা Yn এর উন্নতি দেখে খুশি। আর ১ দিন পরে তাকে discharge করে দেওয়া হবে বলে ঘোষণা দিলেন ডাক্তার। Lisa আর Yn এর family ও অনেক খুশি।
যেদিন Yn discharge হয়ে বাসায় ফিরলো তখন সে অনেক্ষন তার পিয়ানোর দিকে তাকিয়ে থাকলো। সে আস্তে আস্তে পিয়ানোর কাছে গিয়ে সেটা বাজানোর চেষ্টা করলো৷ অনেকদিন ব্যবহার হয়না বলে সেখানে ধুলা জমে আছে। পিয়ানোটা দেখে তার কার কথা যেন মনে পড়লো। সে ঠিক মনে করতে পারলো না। তবে যাই হোক, সে কিছুক্ষন পিয়ানোটা বাজিয়ে ঘুমিয়ে পড়লো। ৪ মাস পর হঠাৎ এত acitve হলে ও আবার অসুস্থ হয়ে পড়বে।
[Part 11: Memory (end)]
YOU ARE READING
Your love (Bangla) [COMPLETED]
Fanfiction"তুমি অনেক ভালো পিয়ানো বাজাও" "তুমিও" "আমি শিওর যে তুমি এবার পিয়ানো কম্পিটিশনে ফার্স্ট হবে" "এহ জিবনেও না!" A cute love story between 2 pianist