part 5: The diary

35 4 0
                                    

২ সপ্তাহ পর৷ Yn পিয়ানো ক্লাসে। Nabihaর কাছে শুনেছে যে Yoongi always লেট করে আসে। যদি কোনো দিন ঠিক টাইমে আসে তাহলে সেটা হবে এই একাডেমির ৭ পুরুষের ভাগ্য!
তাই Yn আর Yoongi তাড়াতাড়ি আসবে- এই আশায় বসে থাকেনা।
আজকে অন্য ব্যাপার ঘটলো। Yoongi ক্লাস শুরুর প্রায় ৫ মিনিট পর আসে। Yn অবাক। টিচারও। এসে সোজা বসে পড়ে তার সিটে। কপাল বেয়ে ঘাম পড়ছে তার। হাপাচ্ছে। বোঝাই যাচ্ছে খুব দৌড়াচ্ছিল। সে তার পকেট থেকে একটা টিস্যু বের করে ঘাম মোছে then ক্লাস শুরু করে।
ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে Yoongi আবার তার জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়৷ Yn আবারো অবাক। সে Yoongiর টেবিলে একটা ডায়েরি দেখতে পেল। সে ডায়েরিটা খুলে দেখলো ভেতরে অনেক কিছু লেখা। সে কী ভেবে ডায়েরিটা তার ব্যাগে ভরে নিল। Yoongi আজ তার সাথে একটা কথাও বলেনি।
যাই হোক, Yn বাসায় এসে ডায়েরিটা খুলে পড়লো। সেখানে অনেকগুলো গানের lyrics লেখা। সবগুলো Yoongi লিখেছে। প্রায় ১০-১৫টার মত গান ছিল ওটাতে। Yn সবগুলো পড়লো। তবে তার কাছে "I need u" এর lyrics সবচেয়ে ভালো লেগেছিল। সে কি মনে করে lyrics টা একটা খাতায় লিখে নেয়।

পরদিন পিয়ানো ক্লাস শেষে Yoongi প্রত্যেকটা বেঞ্চের নিচে চেক করতে থাকে যে তার ডায়েরি আছে কিনা। yn বুঝতে পারে।

Yn: কি খুজো?
Yoongi: একটা ডায়েরি
Yn: (ডায়েরি দেখিয়ে) এটা?
Yoongi: হ্যা! কোথায় পেলে?
Yn: কালকে যাওয়ার সময় দেখলাম তোমার বেঞ্চের নিচে। হারিয়ে যাওয়ার ভয়ে বাসায় নিয়ে গিয়েছিলাম।
Yoongi:*blush* প-পড়েছো কোনোটা?
Yn: হ্যা, সবগুলো পড়েছি 😁 তুমি অনেক ভালো গান লেখো। নেও।
Yoongi: t-thanks
Yn: আমার সবচেয়ে ভালো লেগেছে "I need u" টা, অনেক সুন্দর 😁
Yoongi: হ-হ্যা ওটা আমারও প্রিয়। আ-আচ্ছা bye
Yn: bye.

Yn আর Yoongi একসাথে ক্লাস থেকে বের হয়। Mou বাইরে wait করছিল।

Yn: চল
Mou: চল, Yoongi এত blush করছিল কেন?
Yn: কি জানি? প্রায়ই দেখি গালদুটো এরকম লাল হয়ে থাকে৷
Mou: তোকে দেখে মনে হয়  😂
Yn: (–////^////–) চুপ

তারা গল্প করতে করতে এগিয়ে যায়।

[Part 5: The diary (end)]

Your love (Bangla) [COMPLETED]Where stories live. Discover now