Part 14: Present (final part)

65 3 0
                                    

Yoongi বলেছিল সে ৪-৫ বছর পর কোরিয়ায় আসবে। কিন্তু সেখানে ৫ বছর পেরিয়ে ৭ বছর হয়ে গেছে, Yoongi এখনো ফেরেনি। Yn অবশ্য Yoongi আসার অপেক্ষায় আছে এখনো। Yn এর বয়স এখন  ২১। Yoongi চলে যাওয়ার কারনে  নাকি অন্য কোনো কারনে, Yn আগের মতো আর childish behaviour করে না।
সে এখন প্রায়ই বিভিন্ন পিয়ানো কম্পিটিশনে অংশগ্রহণ করে আর বেশির ভাগেই ফার্স্ট হয়, পিয়ানো শো গুলোতেও Yn এর ডাক আগে পড়ে।
Lisa, Mou আর  Yn এখন একসাথে Seoul University তে পড়ে। Jk Busan এ shift করেছে। Tae আর Liya seoul এর অন্য কোথাও shift হয়েছে৷ Yoongi Ynকে ask out করার পর থেকে তাদের দুজনের আর দেখা হয়নি। তার পরেরদিনই Yoongi চলে গেছে।

প্রত্যেক valentine dayতে Yn Yoongiর কথা মনে করে। কাদেও মাঝে মাঝে। কিন্তু এখন কেদে কি লাভ?

সবসময়ের মতো সেদিনও  Yn একটা পিয়ানো শোতে পিয়ানো বাজাচ্ছে। তার বাজানো শেষ হলে সে স্টেজ থেকে নেমে পড়ে audience দের মাঝে বসে পড়ে। Lisa আজকে আসেনি, সে কি এক কাজে ইলসানে গিয়েছে। Yn শো শেষ হওয়ার পর উঠে পড়লো। বাইরে গিয়ে সে কানে হেডফোন গুজে গান শুনতে লাগলো, যেটা Lisa না থাকলে ও সবসময় করে। তবে কোনো এক কারনে তার মনে হলো কেউ তাকে stalk করছে। তবে সে তা ignore করলো।

সে রেলস্টেশনের দিকে রওনা দিল। হাটতে হাটতে তার বারবার মনে হলো তার পিছনে কেউ আছে, কিন্তু ঘুরে দেখে কেউ নেই। সে একটু uncomfortable  feel করছিল। রেলস্টেশনে ঢুকে সে আবার পিছনে তাকালো, কেউ নেই। সে যখন এস্কেলেটরে উঠে underground এ যাচ্ছিল তখন তার পিছনে মাস্ক, ক্যাপ আর কালো হুডি পরা একটা ছেলেকে ছাড়া কাউকে দেখলো না। সে কেন যেন ছেলেটাকে সন্দেহ করলো।

এস্কেলেটর থেকে নেমে সে underground market এ ঢুকলো একটা face cream কিনতে, তখনো সে লক্ষ্য করলো ছেলেটাও তার সাথে দোকানে ঢুকেছে। কিন্তু সে কিছুই কিনলো না। Yn দোকান থেকে বের হয়ে আরেক দোকানে ঢুকলো। ছেলেটাও তার পিছনে পিছনে ঢুকলো। Yn এবার বিরক্ত হলো। সে দোকান থেকে বের হয়ে সোজা ছেলেটার হাত ধরলো।

Yn:  excuse me, আপনি আমাকে সেই কখন থেকে ফলো করছেন কেন?
??: কোথায়?
Yn: এই যে, এখনো করলেন, আবার করলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব।
??: ডাকুন, আমার কি?

ছেলেটা Yn এর হাত শক্ত করে ধরলো।

Yn: আমার হাত ছাড়ুন!
??: ছাড়বো না।
Yn: কে আপনি?

ছেলেটা Yn কে টেনে তার কাছে নিয়ে আসলো।

??: এখনো চিনতে পারো নি?

ছেলেটা তার মাস্ক খুললো।

Yn:  Y-YOONGI OPPA!???
Yoongi: হ্যা।
Yn: আমাকে এমন ভয় পাওয়ানোর দরকার ছিল? পচা

Yn Yoongiকে hug করলো, আবার দীর্ঘ ৭ বছর পর। সে আবার কেদে দিল।

Yoongi: *giggle* তোমার কাদার অভ্যাস এখনো যায়নি?
Yn: তুমি আমার প্রমিজ রেখেছ!
Yoongi:  সারাজীবন রাখবো!

Yn সেদিন অনেক খুশি ছিল, এত খুশি সে গত ৭ বছরেও হয়নি।

The end

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 11, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Your love (Bangla) [COMPLETED]Where stories live. Discover now