Part 8: Audition

33 3 0
                                    

প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। শীতকাল আসি আসি করছে। এমন এক রবিবারে Yn বাসায় পেপার পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ এক জায়গায় তার চোখ আটকে যায়।
সেখানে লেখা " পিয়ানো কম্পিটিশনে জিতে চলে যান Germanyতে (😑)"। কম্পিটিশনটাও ৮ নভেম্বর, যেটা সেদিন Yoongi বলেছিল।
সে মনোযোগ দিয়ে লেখাটা পড়ে সেটা তার মা বাবাকে দেখায়। তারা yn কে উৎসাহ দেয়।
Yn আগেই Yoongi কে ওর participation এর ব্যাপারে কিছু বলে না।
Yn খুজে পাচ্ছিল না সে কোন Tune use করবে অডিশনের জন্য। পরে সে হঠাৎ Yoongiর "I need u" এর lyrics টার কথা মনে পড়লো। সে গানটা নিজে সুর করে (🐸) সেটা দিয়ে পিয়ানো tune বানিয়ে ফেলে। কিন্তু সে মনে করলো অডিশনের জন্য এই tune একটু বেশিই সুন্দর। তাই সে এই Tune  টা মূল অনুষ্ঠানের জন্য রেখে দিল। কম্পিটিশন অব্দি যেতে না পারলেও সে পরের কোনো অনুষ্ঠানে বাজাবে এটা।

যাই হোক, ১ তারিখে অডিশন। ৩১ তারিখে Yn এর  মা hair dye করতে গেলে Yn জেদ ধরে যে সেও করবে। অবশেষে Yn এর জেদের কাছে হার মেনে তার মা তাকে hair dye করার অনুমতি দেয় 🐸।  Yn তার চুল black থেকে dark brown আর চুলের ডানপাশে bangs সহ পরপর pink, blue আর purple  highlight দেয়। তার মা নিজেও অবাক হয়ে যায় Yn এর কর্মকান্ড দেখে।
পরদিন Yn অডিশনে গেলে Yoongi আর Nabihaর সাথে দেখা হয়।

Nabiha: আরে!? তুই? তুই hair dye করেছিস?
Yn: হ্যা 😁 কেমন হয়েছে?
Nabiha: সুন্দর লাগছে, তোর আম্মু কিছু বলেনি?
Yn: উহু, আম্মুই করে দিয়েছে। 😂
Nabiha: ও।

তারা দুজন গল্প করতে করতে আবার Yoongi হাজির৷ সে Ynকে পেছন থেকে দেখে চিনতে পারেনি। সে সোজা Yn এর একসিট পরে বসে পড়লো। বসে বসে তার পিয়ানো নোটসগুলো পড়তে লাগলো।

Nabiha: Yoongi মনে হয় তোকে চিনতে পারেনি 😂
Yn: হয়তো 😂

তখন Yn এর ডাক আসে অডিশন রুম থেকে।

staff: Yn কে?
  Yn: আমি
staff: আসো, তোমার পালা।

রুম থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। staff যখন Yn কে ডাকছিল তখন Yoongi দেখছিল Yn এসেছে কিনা। পরে যখন দেখলো Yn এর বদলে আরেকটা চুল কালার করা একটা মেয়ে যাচ্ছে তখন সে অবাক হয়ে গেল।

Yoongi: এই, Nabiha,
Nabiha: কি?
Yoongi: Yn কই? এ কে?
Nabiha: আরে ও ই Yn 😂 কালকে hair dye করেছে।
Yoongi: ও YN!???
Nabiha: হ্যা 😂 প্রথমে আমিও চিনতে পারিনি।
Yoongi: ও, আমিও না।

Yn এর অডিশন শেষ হলে সে বের হয়। Nabihaর অডিশন দেওয়া শেষ, কিন্তু সে বসে আছে তার parents দের জন্য। Yn এর খুব তাড়া। তাই সে বেরিয়ে পড়লো।

Yoongiর এখনো বিশ্বাসই হচ্ছে না যে এ Yn 😂😂

[Part 8: Audition (end)]

Your love (Bangla) [COMPLETED]Tempat cerita menjadi hidup. Temukan sekarang