পরদিন পিয়ানো ক্লাসে YN আবারো লেট করে। গিয়ে দেখে টিচার আসেনি। অন্যদের কাছ থেকে শুনতে পেলো টিচার নাকি প্রায়ই এরকম absent থাকে।
Yn: টিচার এমন করে কেন?
??: আমরা নিজেও জানি না
Yn: ও, আচ্ছা তোমার নাম কি?
??: Park Nabiha, আর তুমি Kim Y/N?
Yn: হ্যা। তো, টিচারকে কখনো জিজ্ঞেস করনি যে কেন এমন করে?
Nabiha : করেছিলাম, উনি বলেছেন It's non of your business
Yn: আজব 😑, আচ্ছা, Yoongi কি এসেছে?
Nabiha: হ্যা, টিচার আসেনি বলে ও 309 নং রুমে একা প্র্যাক্টিস করছে।
yn: ও প্রায়ই এমন করে?
Nabiha: হ্যা, প্রত্যেকবার পিয়ানো কম্পিটিশনে ও টপে থাকে।
Yn: ও আচ্ছা।Yn 309 নং রুমে গিয়ে দেখে Yoongi সেখানে একা পিয়ানো বাজাচ্ছে। দরজা খোলার শব্দে Yoongi ঘুরে তাকায় আর Yn কে দেখতে পায়।
Yn: আসবো?
Yoongi : আসো।
Yn ভেতরে ঢুকলো। রুমে তেমন কিছু নেই, কয়েকটা কাচের ফ্রেমে বাঁধানো আর্ট দেয়ালে ঝুলছে আর তার একপাশে আর্টের একটা বড়সড় স্তুপ। স্তুপের পাশে পিয়ানো।Yn: এটা আগে কিসের রুম ছিল?
Yoongi: Art exhibition এর। প্রতিবছর যারা কম্পিটিশনে ফার্স্ট হয় তাদের আর্টের exhibition.
Yn: এতগুলো??? এই স্কুলের বয়স কত?
Yoongi: ২০-২৫ তো হবেই।
Yn: ও, আচ্ছা তুমি বাজাতে থাকো, আমি আর্টগুলো দেখি।Yoongi আবার পিয়ানো বাজাতে লাগলো আর Yn আর্টগুলো দেখতে লাগলো। সে দেখলো একটা ফ্রেম বাকা হয়ে ঝুলছে। সে সেটা সোজা করতে গেল আর অমনি আর্টটা ফ্রেমসহ নিচে পড়ে গেল। ফ্রেমের কাচ ভেঙে গুড়ো গুড়ো। Yoongi চমকে পাশে তাকায়। Yn নিচে কাচগুলোর দিকে তাকিয়ে আছে। Yoongi উঠে দাড়ালো।
Yoongi: কি হয়েছে?
Yn: (কাদো কাদো কন্ঠে) আর্টটা সোজা করতে গিয়ে পড়ে গেছে *cry*
Yoongi: এত সিম্পল বিষয়ে কেউ কাদে? চোখ মোছো!Yn তার বাম হাতের T shirt এর লম্বা হাতা দিয়ে চোখ মুছতে গেলে৷ Yoongi Yn এর হাতে রক্ত দেখতে পায়।
Yoongi: তোমার হাতে রক্ত!
Yn: *looks at her hand* এ!? *cries more*
Yoongi: *holds Yn's hand* এত absent minded? চলো অফিসে চলো। first aid দিতে হবে।yoongi Yn কে নিয়ে অফিসে গিয়ে দেখে অফিসে কেউ নেই। সে চিন্তায় পড়ে গেল। এদিকে Yn কেদেই যাচ্ছে। Yoongi কি ভেবে তার পকেট থেকে একটা রুমাল বের করে Yn এর ক্ষত বেধে দিল।
Yoongi : যাওয়ার সময় তোমাকে ফার্মেসিতে নিয়ে ব্যান্ডেজ করে ফিয়ে আসবো।
Yn: *sniff* দরকার নেই, আমি বাসায় গিয়ে করতে পারব।
Yoongi: না ততক্ষনে ইনফেকশন হয়ে যাবে, চলো এখনি যাই।Yn কে কিছু বলার সুযোগ না দিয়ে Yoongi তাকে নিয়ে লোকাল ফার্মেসিতে যায় কিন্তু দেখে সেটা বন্ধ।
Yn: বললাম না, বাসায় গিয়ে করে নিব!
Yoongi: ওকে, তোমার যা ইচ্ছা!তারা দুজন আবার একাডেমিতে ফেরে। Yn তার ব্যাগ নিয়ে বাসায় চলে আসে। বাসায় কেউ নেই, নাহলে এখন প্রশ্নোত্তর করতে করতে শেষ হয়ে যেত। সে তাড়াতাড়ি হাত থেকে রুমালটা খুলে ব্যান্ডেজ করে নেয়। ব্যান্ডেজ শেষে সে রুমালটা যত্ন করে ধুয়ে রেখে দেয়, কাল Yoongi কে ফেরত ফিয়ে দিবে।
Yoongi Yn এর জন্য এত care করে কেন?
[Part 2: second meet (end)]
DU LIEST GERADE
Your love (Bangla) [COMPLETED]
Fanfiction"তুমি অনেক ভালো পিয়ানো বাজাও" "তুমিও" "আমি শিওর যে তুমি এবার পিয়ানো কম্পিটিশনে ফার্স্ট হবে" "এহ জিবনেও না!" A cute love story between 2 pianist