পর্ব-১

118 3 0
                                    

নিলু এই নিলু তুমি কোথায়?

এই তো আমি এখানে।
হয়েছে টা কী তোমার ?
অফিস থেকে এসে এমন চেঁচামেচি করে দিয়েছ।

আমি চেঁচামেচি করি কি সাধে!

কিছুক্ষণ থেমে তারপর বলে,

তোমার আদরের ছেলে দিনদিন‌ যে নষ্ট হচ্ছে সে খবর রাখো?

নিলুঃ অযথা আমার ছেলের উল্টাপাল্টা কথা বলবে না বলছি?
তাছাড়া অফিস থেকে ফিরেয় তুমি ওর পিছে পড়েছো কেন ?

নিলু তুমি ভুলে যাচ্ছ ,সে  কিন্তু আমারও ছেলে ।
আর  শুধু শুধু তাঁর পিছনে পড়তে যাবো কেন?

(আসেন সবাই,
কাহিনী শুরু করার আগে এদের পরিচয় গুলো দিয়ে দেয়।)

  এতোক্ষণ যে নিলু নিলু করছে তাঁর নাম হলো।
ইমরান চৌধুরী।

পিতাঃ মৃত  ইমাম  চৌধুরী।
ও  আরেকটি কথা বেঁচারা মারা যাবার পর তাঁর নামে চৌধুরী বসেছে।
তাঁর নাম আগে ইমাম মিয়া বলতো গ্রামের মানুষ।
মাতাঃ মৃত সুজাহান বেগম।

ইমরান চৌধুরী পেশায়ঃ  ব্যাবসায়ী ।
ঢাকায় ও চিটাগাং এ তার গার্মেন্ট শিল্প রয়েছে।
ওনি  অফিসের  CEO আর  তাঁর বড়
ছেলে MD ।
তবে ইমরান সাহেবের থেকে তাঁর ছেলের অফিসের কাজে দক্ষতা বেশি।

ইমরান চৌধুরীর
বয়সঃ ৫৫+ উচ্চতাঃ ৫"৮'
ইমরান চৌধুরী ছাড়া তাঁর আরও এক ভাই ও এক বোন আছে।

তাঁর ভাইয়ের নাম  ইরফান চৌধুরী ও তাঁর বোনের নাম লাবিবা চৌধুরী।

ইরফান ও লাবিবা চৌধুরী সম্পর্কে গল্পে পরবর্তিতে   বিস্তারিত জানতে পারবেন।

ইমরান চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ে।
বড় ছেলের নামঃ ইমন চৌধুরী শ্রাবণ।

লন্ডন থেকে বিজনেস ম্যানেজমেন্ট  সাবজেক্ট নিয়ে MBAকরেছে।
আর ইনি এই গল্পের হিরো তবে স্বভাব ভিলেনের থেকে কম নয়।
অবশ্য তা পরিবারের আড়ালে।
চার বছর হলো বাবার সাথে বিজনেসের হাল ধরেছে।
শ্রাবণ দেখতে অত্যন্ত ফর্সা,খাড়া নাক    , হালকা লাল ঠোঁট। চোঁখ যেনো মায়ায়  ঘেরা।
স্পাইক করা  হালকা কালো চুল।
উচ্চতাঃ৬"১"।
ওজনঃ ৭৫+  আকর্ষন হওয়ার মতো জিম করা  ফিট বডি।
বয়সঃ ৩১।
যেকোনো মেয়ের হৃদয় হননের ক্ষমতা রাখেন এই ইমন চোধুরী শ্রাবণ।

পবিত্র ভালবাসার জোরWhere stories live. Discover now