তো কি হয়েছে?
আমরা না হয় আগের মত আর কথা বলি না,
কিন্তু তোমার সব চিঠি তো আছে আমার কাছে তোমার স্মৃতি হিসেবে।তো কি হয়েছে?
আমি না হয় কখনো তোমার গলা শুনি নি,
কিন্তু তোমার বলা প্রতিটি বর্ণ আমি অনুভব করেছি মন খেকে।তো কি হয়েছে?
আমি না হয় তোমাকে কখনো দেখিনি,
কিন্তু তোমার ছবি তো আঁকা আছে এই হৃদয়ের মাঝে।তো কি হয়েছে?
আমার লেখা কবিতা না হয় তোমাকে শোনাতে পারলাম না,
কিন্তু আমার কবিতার রাজ্যে তুমিই তো আমার কাব্য।তো কি হয়েছে?
আমি না হয় কখনো বলতে পারি নি তোমায় ভালোবাসার কথা,
কিন্তু অনন্তকাল ধরে তোমাকেই তো ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছি।তো কি হয়েছে?
ভালোবাসাটা না হয় আমার হৃদয়েই থেকে গেল,
কিন্তু অপেক্ষায় তো থাকবো আমারই কাব্যের জন্য।
YOU ARE READING
রুপকথা
Poetryকিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা বলা হলো কবিতার মাধ্যমে। আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো। আমার একটি কবিতার আরেকটির সাথে কোন স...