তাকে বলে দিও
আজও তার পথ চেয়ে রয়েছি।তাকে বলে দিও
আজও তাকে নিয়ে স্বপ্ন সাজাই।গভীর রাতে, তারাদের মাঝে
আজও তাকে খুঁজে বেড়াই।
ল্যাম্পপোস্টের আলোয়
তার ছবি এঁকে যাই।একা রাত, আগরবাতির ধোয়া
চিন্তায় চেতনায় শুধু সে।
নিকোটিনের জগতেও
তাকে ভোলা যে দায়।তাকে বলে দিও
জ্যোৎস্না রাতে হাতে গোলাপ নিয়ে
প্রতিক্ষায় আজও আমি তার।
YOU ARE READING
রুপকথা
Poetryকিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা বলা হলো কবিতার মাধ্যমে। আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো। আমার একটি কবিতার আরেকটির সাথে কোন স...