শব্দেরা উঁকি দেয়
বর্ণেরা করে খেলা
তবুও যে হতে চায় না তারা
কোন কবিতারই অংশ।অজানা কোন এক অভিমানে
করে আছে যে তারা মুখ গোমরা
জানতে চাইলে যে কারণ
বলে না কোন কথা।এ কি ভিষণ জালায়
পরলো যে মেঘবালিকা
পারছে না যে লিখতে
কাব্যের জন্য একটিও কবিতা।দেখতে পেল সে
আশার এক ফোটা আলো
যখনই ভাবলো সে
শুধুই কাব্যের কথা।শব্দেরা দুলে উঠলো
বর্ণেরা ধরা দিল
মিলে একসাথে তারা
তৈরি করলো একটি কবিতা কাব্যের জন্য।
YOU ARE READING
রুপকথা
Poetryকিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা বলা হলো কবিতার মাধ্যমে। আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো। আমার একটি কবিতার আরেকটির সাথে কোন স...