'তোমাকে চাই'

7 1 0
                                    

কবিতারা সব হারিয়েছে ভাষা,
মেলে না যে শব্দ, মেলে না ছন্দ।
কার জন্য লিখবো কবিতা? কে পড়বে?
যার জন্য লিখবো কবিতা,
সেই তো গেছে হারিয়ে।

কোথায় পাবো তাকে খুঁজে?
পাবো না তাকে খুঁজে,
তার মত কবিতারাও আজ আমায়
নিঃসঙ্গ করে চলে গেছে।

সঙ্গহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি আজ
অচেনা পথে ঘাটে,
হারিয়ে গেলে খুঁজবে না কেউ
দিবে না আমার নিখোঁজের বিজ্ঞপ্তি।

তবুও আজ এই বিলবোর্ড নিষিদ্ধ শহরে,
এক বুক "তোমাকে চাই" বিজ্ঞাপন নিয়ে,
ঘুরে বেড়াচ্ছি তাকে খুঁজে পাবো বলে।

রুপকথাDonde viven las historias. Descúbrelo ahora