আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে,
তুমি অন্য কারো জন্য কাঁদো।
আমি সেই একজন যার চোখে চোখ রেখে,
তুমি অন্য কারোর স্বপ্ন দেখো।আমি এতে কষ্ট পাই না, পাই নি
নাকি পেয়েছি, জানি না।
হয়তো পেয়েছি,
তবে তোমার সামনে কখনো প্রকাশ করি নি,
বুঝতে দেই নি তোমাকে।দেখো, যে যাওয়ার সে তো চলেই গিয়েছে।
আমি জানি তুমি বিশ্বাস করতে পারো না যে
তোমার সাথেও কেউ দীর্ঘদিন থাকতে পারে
বা কেউ তোমাকে ভালোবাসতে পারে।
খুচরো ভালোবাসা আজও হৃদয়ের মাঝে।তুমি কেন প্রাক্তনের খোঁজে আজও করো হাসির অনশন?
বিশ্বাস হয় না কি যে আজও আমি তোমার সাথে আছি?
জানি, আগে কেউ ছিল না এতদিন তোমার বেঁচে থাকার কারণ।তবে তুমি যেখানেই থাকো,
পৃথিবীর যে প্রান্তেই থাকো
আমি আছি তোমার সাথে।
মাথায় রেখো,
আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি
অন্য কারোর কথা ভাবতে পারো,
অন্য কারোর জন্য কাঁদতে পারো,
যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্নও দেখতে পারো।
আমি ছাড়া আর কেউ মেনে নেবে না।ভালো থেকো
সুখে থেকো
আমি আছি সবসময়,
আমি আছি।
CZYTASZ
রুপকথা
Poezjaকিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা বলা হলো কবিতার মাধ্যমে। আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো। আমার একটি কবিতার আরেকটির সাথে কোন স...