আজ বেঁচে থাকা বড় দায়
তোমায় ছাড়া,
ভাবি নি আসবে এমনও দিন
ছন্নছাড়া।
কোথায় তুমি?
ভালো আছো তো?
আমায় মনে পরে কি?
নাকি মেঘেদের ভিড়ে আজ
আমার স্মৃতিগুলো বিলীন?
আজ আমি বড় একা
নিঃস্বঙ্গ আর অবহেলিত,
তুমি ছাড়া এ ভুবন
শুধুই যে একাকিত্ত।
আজ তোমায় মনে পড়লেও
মনে পড়া যে বারণ,
তোমার ঠাই শুধুই
এই মনের কোণে আজীবন।
YOU ARE READING
রুপকথা
Poetryকিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা বলা হলো কবিতার মাধ্যমে। আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো। আমার একটি কবিতার আরেকটির সাথে কোন স...