ওঠো ওঠো,
উদয় হয়েছে সূর্য
পাখিরা ছেড়েছে নীড়
সবাই ব্যস্ত যার যার নগরীতে
আর মেঘবালিকা মগ্ন তোমার চিন্তায়।ওঠো ওঠো,
ঘুমে জড়ানো চোখ দিয়ে একটিবার তাকাও
মায়া জড়ানো গলায় একটিবার ডাকো
ভোরের আলো পরে মায়াবি সেই মুখখানি
একটিবার দেখাও
শুধুই তোমার মেঘবালিকাকে।ঘুম ঘুম চোখে
ঝাপসা সেই দৃষ্টিতে
অলস সেই হাত দিয়ে
টেনে নাও কাছে তোমার মেঘবালিকাকে,
পেয়ো না ভয়, এ নয় তোমার স্বপ্ন
চৈতন্য ফিরে পেলে তখনো পাবে
মেঘবালিকাকে শুধুই তোমার পাশে।
ESTÁS LEYENDO
রুপকথা
Poesíaকিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা বলা হলো কবিতার মাধ্যমে। আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো। আমার একটি কবিতার আরেকটির সাথে কোন স...