আমাদের গল্পটা ভুলে যেও
একটু একটু করে,
শুরুতে হবে কিছু ভুল
তবুও জেনো,
ভুল হতে হতে ঠিক ভুলে যাবে একদিন।স্বপ্নটা ভেঙ্গে ফেলো অল্প অল্প করে,
ভেঙ্গে যাবে ঘুম
মাঝ রাতে, মাঝে মাঝে
তবুও জানো ভাঙতে ভাঙে ঠিক গড়ে ওঠে নতুন স্বপ্ন।আঙ্গুলে আঁকা ছবিটাও মুছে নিও,
বুকের কাছে তিরতিরে কাপঁবে হয়তো হাওয়া
তবুও জেনো, কাপঁতে কাপঁতে ঠিক নিভে যাবে সব একদিন।তারপর তোমার আমার ভেতর সব কোলাহল শেষে,
জীবন যখন শান্ত নদীর পাড়,
কোন এক বসন্তে আমাদের দেখা হোক আবার।
ভুলে যাওয়া গল্পটাকে খুঁজবো আমরা
বালির মাঝে হীরের মত,
ভাঙতে ভাঙতে আসা ঢেউয়ে ধরবো
ভেঙ্গে যাওয়া স্বপ্নটাকে।
মুছে যাওয়া ছবিটা জলরঙ্গে টলমল করবে
তোমার আমার চোখ।আমরা ঘুমিয়ে নিব দীর্ঘ গাড় ঘুম
অনেক অনেক শীতে,
আরেক বসন্তে জেগে ওঠার জন্য।
আমাদের গল্পটা ভুলে থেকো ততদিন।
YOU ARE READING
রুপকথা
Poetryকিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা বলা হলো কবিতার মাধ্যমে। আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো। আমার একটি কবিতার আরেকটির সাথে কোন স...