ছয় ঋতু

2 0 0
                                    

মনে লেগেছে রঙ
বইছে হাওয়া, উড়ছে চুল
ভেসে যাচ্ছে হৃদয়।

পাখিদের কিচিরমিচির
পাতাদের ঝড়ে পরা
গোধুলি বেলা হওয়া
সূর্যের অস্ত যাওয়া
সবই যে লাগে ভালো।

গ্রীষ্মের ঝাঁঝাল দুপুরেও
আছে মনোরম এক শান্তি,
বর্ষার তাণ্ডব লীলায়
তবুও যে হয় না মন ভারি।

শরতের বাতাস হেমন্তের ধান
সবই দোলা লাগায় মনে,
শীতের সকালে ঘাসের উপর জমে থাকা শিশির,
মনে যে করিয়ে দেয় কারো কথা।

বসন্তের রঙ্গে রাঙ্গে যখন এই ভুবন
মনে হয় যে শুধু তোমারই কথা।

রুপকথাWhere stories live. Discover now