মনে লেগেছে রঙ
বইছে হাওয়া, উড়ছে চুল
ভেসে যাচ্ছে হৃদয়।পাখিদের কিচিরমিচির
পাতাদের ঝড়ে পরা
গোধুলি বেলা হওয়া
সূর্যের অস্ত যাওয়া
সবই যে লাগে ভালো।গ্রীষ্মের ঝাঁঝাল দুপুরেও
আছে মনোরম এক শান্তি,
বর্ষার তাণ্ডব লীলায়
তবুও যে হয় না মন ভারি।শরতের বাতাস হেমন্তের ধান
সবই দোলা লাগায় মনে,
শীতের সকালে ঘাসের উপর জমে থাকা শিশির,
মনে যে করিয়ে দেয় কারো কথা।বসন্তের রঙ্গে রাঙ্গে যখন এই ভুবন
মনে হয় যে শুধু তোমারই কথা।
YOU ARE READING
রুপকথা
Poetryকিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা বলা হলো কবিতার মাধ্যমে। আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো। আমার একটি কবিতার আরেকটির সাথে কোন স...