হ্যা আমি স্বার্থপর
স্বার্থপরতাই ধর্ম আমার
স্বার্থপরতাই জীবনের নীতি।তোমার মুখের হাসি
করে আমায় সুখী
তোমার চোখের জল
ভাসিয়ে দেয় আমার মনতাই করি সে কাজ
যে কাজে আমি হই সুখী
যে কাজে যাই না ভেসে আমি।হ্যা আমি স্বার্থপর
তোমার চোখের অসুখ
কেড়ে নেয় আমার সুখ
তোমার মনের ব্যথা
কাদাঁয় আমায় অযথাতাই তো আমি সেই সব করি
যেটাতে পাই আমি সুখ
হয়না কাদঁতে আমায়।হ্যা আমি স্বার্থপর
স্বার্থপরতাই ধর্ম আমার
স্বার্থপরতাই জীবনের নীতি।যদি কখনো বুঝতে পারো
তবে দিও মূল্য আমার এই স্বার্থপরতার
রইব কৃতজ্ঞ চিরকাল তোমার।
VOUS LISEZ
রুপকথা
Poésieকিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা বলা হলো কবিতার মাধ্যমে। আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো। আমার একটি কবিতার আরেকটির সাথে কোন স...