আমি স্বার্থপর

4 1 0
                                    

হ্যা আমি স্বার্থপর

স্বার্থপরতাই ধর্ম আমার
স্বার্থপরতাই জীবনের নীতি।

তোমার মুখের হাসি
করে আমায় সুখী
তোমার চোখের জল
ভাসিয়ে দেয় আমার মন

তাই করি সে কাজ
যে কাজে আমি হই সুখী
যে কাজে যাই না ভেসে আমি।

হ্যা আমি স্বার্থপর

তোমার চোখের অসুখ
কেড়ে নেয় আমার সুখ
তোমার মনের ব্যথা
কাদাঁয় আমায় অযথা

তাই তো আমি সেই সব করি
যেটাতে পাই আমি সুখ
হয়না কাদঁতে আমায়।

হ্যা আমি স্বার্থপর

স্বার্থপরতাই ধর্ম আমার
স্বার্থপরতাই জীবনের নীতি।

যদি কখনো বুঝতে পারো
তবে দিও মূল্য আমার এই স্বার্থপরতার
রইব কৃতজ্ঞ চিরকাল তোমার।

রুপকথাOù les histoires vivent. Découvrez maintenant