মাথার ভিতর চিনচিনে ব্যথা নিয়ে ঘুম ভাংগলো। সব মনে পড়তেই চট করে উঠে বসলাম। কতক্ষণ ঘুমিয়েছি আমি? কী অবস্থা বাইরে?
মাথা চেপে ধরে বসলাম। ঘুম থেকে উঠেও এত ক্লান্ত লাগছে কেন!
এইসব সাত পাচ ভাবতে ভাবতে ঘরের ভেজানো দরজা খুলে আপা একটা গ্লাস হাতে ঢুকল।
"উঠে গেছিস? তোকে ডাকতেই এসছিলাম। এইটা খা।"
"কী এটা?"
"লেবুর শরবত৷ গ্লুকোজ দরকার তোর।"
গ্লাস টা হাতে নিলাম।
"আসতে পারি?",খোলা দরজায় টোকা, সেই কণ্ঠ!
আমি অস্বস্তি আর লজ্জায় মিশে যেতে পারলে বাচি! কীভাবে এক বাড়ি মানুষের সামনে জ্ঞান হারালাম!
" হ্যাঁ হ্যাঁ! এসো। তোমাকেও শরবত এনে দেব?"
"না আপু থ্যাংক ইউ।"
"তাহলে আমিই খাই একটা। এখানে ওর সাথে একটু বস।"
বলে আপা বেরিয়ে গেল।
দরজা খোলা ছিল তবুও একটা ঘরে এভাবে অন্বয়ের সাথে আমার কেমন যেন লাগছিল।
"ডাইনিং রুমে সবাই খাচ্ছে। তোমার আম্মাই আমাকে পাঠিয়েছেন। তোমার অস্বস্তি হলে আমি বাইরে অপেক্ষা করতে পারি।"
এই ছেলেটা কী মাইন্ড রিডিং জানে! এই ছেলে আমি আপনাকে মনে হয় ভালবাসি, বুঝেছেন? অন্য কাউকে বিয়ে করতে পারব টারব না। হেলো? আপনি তো মনের কথা সব বুঝেন। এই যে মাত্র ভালবাসি বললাম, শুনতে পাচ্ছেন?অন্বয় আবার একটা হাসি দিয়ে বলল, "তোমার যদি মনে হয় আমি মাইন্ড রিডিং জানি তাহলে সেটা ভুল৷ কাজেই মুখে বলতে হবে। যদি অস্বস্তি লাগে তাহলে বল, নইলে কিছু একটা কর। থাম্বস আপ বা থাম্বস ডাউন দেখাও। তাহলেও বুঝব।"
প্রথম লাইনটা শুনে চমকে গেছিলাম। তার কথা শেষ হতে হতে ততক্ষণে অস্বস্তি ভাবটা কেটে গেছে আর সম্বিতও ফিরে আসা শুরু করেছে। ধমক দিয়ে বললাম, "আপনি ফাইজলামি করেন আমার সাথে? কম্ফোর্টেবল হলে থাম্বস আপ, আনকম্ফোর্টেবল এর জন্য থাম্বস ডাউন?"
"আপনিই তো চুপ হয়ে বসে ছিলেন ,আমার কী দোষ?" এমন একটা মেকি করুণ চেহারা বানালো আমি হেসে ফেললাম। সেও উত্তরে তার সেই বিখ্যাত হাসিটা দিল।তখনি আমার মনে পড়ল কী পাগলের মতই না খুজছিলাম তাকে।
"এইসব কি সাজানো? আমাকে মিথ্যা বলার মানে কী?"
"তোমাকে বলা হয়েছিল তোমাকে দেখতে আসবে। মিথ্যা কোথায়?"
"আপনি তো দিনের বেলা আমার সাথেই ছিলেন। বললেন না ক্যান রাত্রে বাসায় আসবেন? বারবার ফোন আসছিল, টেক্সট করছিলেন,আমার মেজাজ খারাপ হচ্ছিল, তখনো তো বলতে পারতেন?"
"আমাকে আংকেল আন্টিই মানা করেছিলেন আমার দোষ নাই কোন।"
"বাহ এখন আমার আব্বা আম্মাও আপনার সাইডে! নতুন টীম!"
"ইয়ে-"
"আপনি ফোন ধরছিলেন না কেন?"
"আপনি জ্ঞান হারালেন কেন?"
"প্রশ্ন আমি আগে করেছি।"
"ফোন ধরছিলাম না কারণ-""এই যে নয়ী অন্বয়,তোমরা খেতে আসো।", আপা এসে ডাক দিল।
"আমার এনার সাথে বোঝাপড়া বাকী। আপনি ফোন ধরেন নাই কেন না বলে এখান থেকে নড়লে আপনার খবর আছে।"
দরজার কাছে আপা দাড়ানো।
অন্বয় বিছানার একমাথায় বসা,আমি আরেকমাথায়। এমন অবস্থাতেই পকেট থেকে একটা বক্স বের করে বলল, "এটা কিনছিলাম। ফোন দিয়ে পে করছিলাম, প্রসেস হচ্ছিল,কল রিসিভ করতে পারছিলাম না।"আমার মাথা ঝিমঝিম করা শুরু করেছে ততক্ষণে। লজ্জায় মনে হচ্ছিল আরেকবার সেন্স হারাতে পারলে এই লজ্জা থেকে বেচে যেতাম।
মনে হল কেমন একটা ঘোরের মাঝে আছি। অন্বয় একবার দরজার দিকে তাকালো,এরপর উঠে দাড়ালো। এতকিছুর মধ্যে টের পাইনি কখন আপা গিয়ে আম্মা আর অন্বয়ের মাকে ডেকে এনেছে।
এরপর মেঝেতে হাটু গেড়ে বসে বলল, "নীহারিকা শাফকাত নয়ী, কয়েকটা লাইন মুখস্ত করে এসেছিলাম কিন্তু তোমার নাম টা ছাড়া কিছুই মনে করতে পারছি না। জীবনে অনেক প্রেজেন্টেশন,ভাইভা দিয়েছি, কিন্তু আজকে প্রথম এত নার্ভাস ফীল করছি। তোমাকে আজকে এই মুহূর্তে এত সুন্দর দেখাচ্ছে..কী বলব বুঝতে পারছি না। উইল ইউ ম্যারি মি? প্লিজ?"আমি কিছুক্ষণ অপলকে তাকিয়ে থাকলাম যে যা হচ্ছে তা সত্যি নাকি কল্পনা। ঝাপসা চোখে উপরে নিচে মাথা নাড়লাম।
আমার বাম হাতটা অন্বয় আলতো করে ধরল,আমি কেপে উঠলাম আর গাল বেয়ে এক ফোটা পানি গড়িয়ে পড়ল।
ডান হাতের উলটা পিঠ দিয়ে আমার গাল থেকে পানি মুছে দিল, দুই আম্মা আর আপার সামনেই।
অনামিকায় আংটি পরিয়ে দিতে দিতে নিচু গলায় বলল, "আংটির সাইজ জানতাম না। আন্দাজ ভাল না, তাই একটু বড়ই নিয়ে আসছি। পরে সাইজ করে নিও। এখন আম্মুদের সামনে বকাবকি কইরো না প্লিজ৷ আম্মু এম্নেই আমাকে ধুয়ে ফেলেছ দেরি করেছি বলে।"আমি হেসে দিলাম, "বেশ করেছে। আপনার আব্বু আম্মু তাহলে আমার টীমে।"
সবকিছু অনেক স্লো-মোশনে হচ্ছে এমন লাগছে।
লাগুক। এই সময়টা এখানেই থেমে যাক।অন্বয় আমার চোখের দিয়ে তাকিয়ে রইল। আমি চোখ নামিয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। শুনতে পেলাম নীরা চিৎকার করতে করতে বাড়ি মাথায় তুলে ফেলেছে। দরজায় আম্মা,অন্বয়ের আম্মু (ওর আম্মুকে আম্মু ডাকতে হবে। এটা ভাবতেও লজ্জা লাগছে।) আর আপার পিছনে নীরাও ছিল,দেখি নাই ।
বাবাদের হাসির শব্দ পাচ্ছি। মনে হয় বিয়ের কথাবার্তা নিয়ে।
আমি মাথা তুললে নিশ্চিত দেখব সামনে অন্বয় তখনো তাকিয়ে আছে।বাকীটা জীবন ভালই কাটবে মনে হচ্ছে...
---------- সমাপ্ত -----------
![](https://img.wattpad.com/cover/91983003-288-k935495.jpg)
YOU ARE READING
অনেক রোদ্দুর
General Fictionহঠাৎ বিয়ের কথা বার্তা শুরু হয়ে গেল। পরিচয়... ভাল লাগা,না লাগা...