আট: বাটারফ্লাই ইফেক্ট

2K 67 7
                                    

খেতে খেতে মাথা তুলে বললাম,"বাটারফ্লাই ইফেক্ট নিয়ে কী বলছিলেন?"
"আপনি জানেন জিনিসটা? তাহলে বোঝানো সহজ হবে।", খেতে খেতেই মাথা না তুলে বললেন অন্বয়।
আমি মাথা ঝাঁকালাম যে জানি।
আমি না তাকিয়েই টের পেলাম এইবার খাওয়া থামিয়ে আমার দিকে তাকালেন,"শোনেন।"
"বলেন।"
"আপনার সাথে আমার পরিচয়টা একটু অদ্ভুতভাবেই হয়েছে। যে কারণে হয়েছে আর যখন থেকে হয়েছে তখন থেকে দেখা যাচ্ছে যে ঘুরেফিরে কেন জানি আপনাকেই মনে পড়ছে।"
আমি চোখ নামিয়ে নিলাম। আমার অবস্থাও প্রায় একই। অথবা আরো খারাপ। কিন্তু মুখে বললাম,"জ্বি।"
"এইজন্যই বললাম বাটারফ্লাই ইফেক্টের কথা। আপনি আমার উত্তর গোলার্ধের প্রজাপতি"। সেই অবিচলিত মুখ,নিস্তরঙ্গ গলা।
আমি বিব্রত হয়ে গেলাম। "এইটা একটু বেশি হয়ে গেল না?"
এইবার আমাকে অবাক করে দিয়ে অন্বয় হাসলেন! আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম!
হাসতে হাসতেই উত্তর দিলেন,"আমি যা ভাবি,তাই বলি। কম-বেশি বলি না।" একটু থেমে আবার যোগ করলেন,"কেন আপনি আমাকে ভাবেন নি?"
আমার মনে হল লজ্জায় মাটির সাথে মিশে যাই। আর তাকিয়ে থাকতে পারলাম না,চোখ সরিয়ে নিলাম।
"আইসক্রিম খাবেন?"
ওয়েটার এসে প্লেট তুলে নেওয়া শুরু করেছে ততক্ষণে।
"এখানে পাওয়া যায় আইসক্রিম?"
"না পাওয়া গেলে বের হয়ে খাব। রাস্তাঘাটে দোকানের অভাব নাই। আপনি কি আইসক্রিম পার্লার ছাড়া আইসক্রিম খান না?"
আমি দ্রুতবেগে ডানে বামে মাথা নাড়লাম" না না তা না! এম্নিই জিজ্ঞেস করলাম। এখানে বসে খাবেন নাকি কথা শেষ করে বের হয়ে।"
"অওহ! কথা কী আর... আমাকে বিয়ে করবেন?"
আমি আবারো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। "জ্বি?"
"আপনাকে আমার আব্বা আম্মা নিশান ভাইয়ার বিয়েতে দেখেছিলেন। ওখানেই আংকেল আন্টির সাথে পরিচয়। "
আমি তখনো ব্ল্যাংক। নিশান ভাইয়া? মানে রাইসা আপু,মানে হৃদের বোনের বিয়েতে! "সে তো দেড়-দুই বছর আগে!"
"জ্বি। এরপর হৃদের বাসায় একদিন আপনার বাবা মা আমাকে-"
"হৃদকে চেনেন?!" আমি এত ধাক্কা একসাথে সামলাতে পারছিলাম না।
"নিশান ভাইয়া আমার ভার্সিটির খুব ক্লোজ বড় ভাই। ভাইয়ার শ্যালক -এই সূত্রে সেদিন পরিচয়। হৃদের বাসায় সেদিন আমাকে আমার বাবা মার সাথে দেখেন। কার প্যারেন্টস ইনিশিয়েটিভ নিয়েছিলেন এ ব্যাপারে যদিও আমি নিশ্চিত না। কিন্তু তখন আমার চাকরি নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম,এইজন্য কথা বাড়ে নি।" এইটুক বলে অন্বয় একটু থামলেন।
আমি মোহগ্রস্তের মত শুনছিলাম,"এরপর?"
"মাঝখানে একদিন আম্মা বলেছিলেন আমার কাউকে পছন্দ আছে কিনা।"
আমি টের পেলাম যে আমার নার্ভাস লাগছে। বারবার "তারপর তারপর" করা যায় না। তাই স্থির চেহারা করে বসে থাকলাম।
এরমধ্যে ওয়েটার এসে বিল দিল। মানিব্যাগ বের করতেই আমি বললাম "শেয়ার করলে আপত্তি করবেন?"
"জ্বি করব। আপনি এখন আমাকে আইসক্রিম খাওয়াবেন। সময় আছে আপনার?"

অনেক রোদ্দুরOù les histoires vivent. Découvrez maintenant