সবাইকে ডাকতে গেলো কিরণ।
ছোট বনফায়ারের আগুনটা দপদপ করে জলছে। আগুনের শিখাগুলো যেন তালে তালে নাচছে। আর এরই চারপাশে সবাই গোল করে বসেছে। অন্তু বসেছিল অধরার পাশেই, কিন্তু দুর্ভাগ্য তার অন্যপাশে হৃদি বসেছে। হৃদি একটু কাছেই বসলো।
সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করলো। একটা কুশন নিয়ে পিলো পাসিং খেলা দিয়ে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। পাশে গান চালাবে সেখানের কেয়ারটেকার আর গান বন্ধ হলে যার হাতে কুশন এসে থামবে তাকে ট্রুথ অ্যান্ড ডেয়ার চুজ করতে হবে। এক্ষেত্রে যার হাতে কুশন পড়বে তাকে ট্রুথ ও ডেয়ার দেওয়ার মানুষ সিলেক্ট করার সুযোগ দেওয়া হবে।
এভাবে খেলা শুরু করলে প্রথমে ঊষার হাতে পড়ে। ঊষা সিলেক্ট করেছে তাসফিয়াকে।
-ট্রুথ নাকি ডেয়ার?
-ট্রুথ
তাসফিয়া কিছুক্ষণ ভেবে বলল,
-তাসরিফ যখন তোকে প্রোপোজ করেছিল তখন কি তুই তাকে পছন্দ করতি? করলেও কি তুই তাকে কোনো সুযোগ দিয়েছিলি? সে বললেও তুই তাকে কয়বার ভালোবাসি বলেছিলি?
-হ্যাঁ আমি তাকে পছন্দ করতাম। অনেক বেশি করতাম। কিন্তু আমার বাবা অনেক রাগি। বাবার বিরুদ্ধে যেতে আমার মন সাড়া দিচ্ছিলনা। মনে হচ্ছিল যদি বাবা পছন্দ না করে বা রাজি না হয়, তাহলে কোথায় যাব আমি? তাকে আমি পছন্দ করা সত্ত্বেও কখনো বলতে পারিনি। তখন আমি তাকে কোন সুযোগ দেইনি। যদি দিতাম, আজ হয়তো দুইজনই কষ্টে থাকতাম। তাকে আমি বিয়ের আগেও বলিনি এখন ৫-৬ মাস পরেও বলিনি। আজ সবাইকে সাক্ষী রেখে বলছি... তাসরিফ আমি ভালোবাসি তোমাকে।
সবাই নাটকের দর্শকের মতো হাততালি দিল ঊষার মহান বক্তৃতা শুনে। তাসরিফ শুধু হা করে চেয়ে ছিল ঊষার মুখপানে। একটু পর নিজেকে সামলে নিয়ে ঊষার হাতে চুমু দিল।
আবার শুরু হলো খেলা। এবার পড়েছে সাদিদ ভাইয়ের হাতে।
-ঠিক আছে। তাসনুবা তুই দে।
-হিহিহি ভাইয়া তুমি শিওর আমিই দিবো?
-হ্যাঁ দে।
YOU ARE READING
বুঝিনি ভালোবেসে ফেলবো
Romance-আম্মু? এই লোকটার কি নিজের ঘর নেই? যখন তখন এখানে এসে পড়ে। আর হ্যাঁ লোকটার কি হাত নেই? তোমার কেনো খাইয়ে দিতে হবে? আমাকে তো চার মাসে একবারো খাইয়ে দাওনা। আর মা, তুমি জানো ও আজকে আমার চকোলেট মিল্ক খেয়ে ফেলেছে। অন্তু ছেলেটা দুষ্টু। অনেক ফাজলামো করে। তা...