গল্প= সিনিয়র গার্লফ্রেন্ড থেকে সিনিয়র বউ(পর্ব-14)
লেখক=মুসকান এর আব্বু
.
সকালে ঘুম থেকে উঠে মীম,ঝুমের কথা মত কিছু কাজ করে নিল।তারপর আংকেল(মীমের বাবা) ঘুম থেকে উঠলে,আংকেলের কাছে গিয়ে যা বলল সেটা শোনার জন্য হয়তো আংকেল প্রস্তুত ছিল না।
.
আংকেল-কিরে মা কিছু হয়েছে?☺️
মীম-কই না তো।কিছু হয়নাই বাবা।
আংকেল-ঝুম কি করে?
মীম-ও তো ঘুমাইতেছে।আচ্ছা বাবা তোমার এটা কেন মনে হলো যে কিছু হয়েছে?🤔
আংকেল-হটাৎ এই সকালে আমার ঘরে তাই মনে হলো
মীম-কেন বাবা আমি কি এমনি আসতে পারি না?🤨
আংকেল-অবশ্যই পারো।আচ্ছা মা তুই কি কিছু বলবি?
মীম-হ্যা বাবা।
আংকেল-বল তাহলে☺️
মীম-বাবা আমি আজকে ঢাকায় ফিরে যাবো
আংকেল-কেন মা?(অবাক হয়ে)
মীম-আমার এখানে থাকতে ভালো লাগতেছে না।কেমন জানি লাগতেছে।😔
আংকেল-কারো সাথে কি ঝগড়া হয়েছে?নাকি তোর মা বকা দিয়েছে?🤨
মীম-না বাবা কারো সাথে কিছু হয় নাই আর মা বকা দেয় নাই।
আংকেল-তাহলে হটাৎ ঢাকা যাবি যে?
মীম-এমনেই বাবা।যেতে হবে😔
আংকেল-আর কয়েকদিন পরে গেলে তো সমস্যা নাই ☺️
মীম-না বাবা আমার যেতেই হবে🙂
আংকেল-না তোর এখন যেতে হবে না😤(হালকা কঠোর কণ্ঠে)
মীম-কিন্তু কেন বাবা?😟(করুণ কণ্ঠে)
আংকেল-২ দিন ধরে তোর শরীর খারাপ🤪
মীম-এখন পুরোপুরি সুস্থ বাবা😉
আংকেল-আমি জানি তুই কতোটা সুস্থ।আগে সম্পুর্ন সুস্থ হয়ে নে তারপর ঢাকা যাবি😬
মীম-সত্যি বাবা আমি অনেকটাই সুস্থ☺️
আংকেল-তোকে আমি এখন যেতে দিবো না বলছি,তারমানে এখন তোর যাওয়া হবে না 😠(রাগী কণ্ঠে)
মীম-বাবা দয়া করে আমাকে যেতে দাও😨
আংকেল-তোর কি হয়েছে বলতো🤔
মীম-কেন বাবা?
আংকেল-এর আগে তো তোকে জোর করে পাঠাইতাম।আর এইবার এই অসুস্থ শরীর নিয়েও যাইতে চাইতছিস।কারণটা কি?🤔
মীম-আসলে বাবা অনেকদিন তো হলো ক্লাশে যাই না।তাই ভাবতেছি এখন গেলে পড়া কাভার করতে সুবিধা হবে 😔
আংকেল-পড়ার বিষয়ে তো আর নিষেধ করতে পারি না।কিন্তু তোর শরীর ভালো না😒
মীম-বাবা আমার সমস্যা হবে না
আংকেল-তারপরেও কয়েকদিন পরে গেলে হয় না?😕
মীম-না বাবা।আজকেই যাই।😉
আংকেল-আচ্ছা কয়টায় যাবি?
মীম-বাবা ৮টায় ঢাকার অনেক বাস আছে।আর ৮টায় বাসে উঠলে তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাতে পারবো😊
আংকেল-তুই যেটা ভালো মনে করিস।তবে সময়মতো খাওয়া-দাওয়া করবি আর শরীরের যত্ন নিবি।
মীম-আচ্ছা বাবা ঠিক আছে👍
আংকেল-আচ্ছা মা সময় বেশি নাই ৭ টা তো বেজে গেছে।তুই খেয়ে দেয়ে ready হয়ে নে।আমি তোকে বাস কাউন্টারে দিয়ে আসবো🙂
মীম-ঠিক আছে বাবা।
.
মীম অনেক খুশি হয়ে ঝুমের কাছে গেলো।ঝুমের কাছে গিয়ে ঝুমকে জড়িয়ে ধরলো।ঝুম ঘুমিয়ে ছিল।মীমের এমন কাজে ঝুম লাফিয়ে উঠলো।
.
ঝুম-কি হয়েছে আপু?😖
মীম-তোরে অনেকগুলো thanks😉(ঝুমের গালে একটা পাপ্পি😘 দিয়ে)
ঝুম-আরে কি হইসে বলবি তো
মীম-তোর plan কাজ করেছে😁
ঝুম-এর পরেও গুলো ঠিক করে করবি বুঝলি?আর আমার টাকা কই?😜
মীম-কীসের টাকা?🤔
ঝুম-তোরে এত বড় উপকার করলাম আর আমাকে টাকা দিবি না?আগে তোকে help করছিলাম সেগুলোর টাকাও তো দেস নাই।তুই সত্যিই অনেক বড় কিপ্টা😒
মীম-সব লিখে রাখ।পরে একবারে দিয়ে দিবো😁
ঝুম-কছু দিবি তুই😒
মীম-আচ্ছা আমি ready হই।সময় প্রায় হয়ে এসেছে☺️
.
ঝুমকে কিছু বলার সুযোগ না দিয়ে মীম ready হয়ে নিল।তারপর সবার কাছে থেকে বিদায় নিয়ে নিল এবং আংকেল মীমকে বাস কাউন্টারে গিয়ে বাসে উঠিয়ে দিয়ে আসলো।মীম বাসে উঠে সস্তি😌 পেলো।ভাবলো ঝুমের idea সত্যি অনেক ভালো কাজ করেছে।
.
গতকাল রাতে মীম ও ঝুমের কথোপকথন------
.
ঝুম-আপু তোকে একটা idea দেই😊
মীম-কি বল🤨
ঝুম-আপু তুই ঢাকায় ফিরে যা
মীম-কেন?ঢাকায় ফিরে গিয়ে কি হবে?🤨
ঝুম-লিআস ভাইয়া তো ঢাকায় গেছে।তুই ঢাকায় গিয়ে লিআস ভাইয়াকে সবকিছু বুঝাতে পারবি☺️
মীম-তাই তো।আমার তো এই কথাটা মাথায় আসে নাই।
ঝুম-তাহলে তাই কর☺️
মীম-কিন্তু লিআসকে আমি খুজবো কিভাবে?😔
ঝুম-কেন কি হয়েছে?
মীম-লিআস কোথায় থাকে,কোথায় পড়ালেখা করে কিছুই তো জানি না।😟
ঝুম-এটা জানা কোনো ব্যাপরই না😉
মীম-কিভাবে জানবো?🤔
ঝুম-কেন লিআস ভাইয়ার facebook account থেকে☺️
মীম-কিন্তু লিআসের সাথে তো আমি add নাই।আর লিআসের নাম দিয়ে আমি অনেক খুজছি কিন্তু লিআসের ID পাই নাই☹️
ঝুম-"Winx Tinku" এটা ভাইয়ার ID.এই নে দেখ😊(phone এ ID বের করে)
মীম-তুই কিভাবে জানলি এটা লিআসের আইডি?
ঝুম-আরে একদিন ভাইয়া আমাকে পড়ানোর সময় phone বের করে ফেসবুকে গেছিলো তখন দেখে ফেলেছি😁
মীম-ও আচ্ছা।এই ঝুম এই আইডি তো আমার সাথে অনেক আগে থেকেই add আছে😲(মীম নিজের phone দিয়ে ID,search করে পেলো)
ঝুম-তুই অবাক হলেও আমি অবাক হই নাই🙂
মীম-কেন?🤨
ঝুম-যে মানুষটা তোকে এত ভালোবাসে সে তোর সাথে add থাকবে না,সেটা তো হতেই পারে না🙂
মীম-আমি কত বোকা আমি বুঝতেই পারি নাই।
ঝুম-এখন আর আক্ষেপ করে লাভ নাই।সব ঠিক করতে হবে☺️
মীম-সব তো হলো কিন্তু বাবা মনে হয় যেতে দিবে না😔
ঝুম-আরে শোন প্রথমে তুই অনেক ভাবে বুঝাবি তারপরেও যদি না যেতে দেয় তাহলে বলবি যে "পড়ালেখায় সমস্যা হইতেছে এইজন্য যাবি" তাহলে দেখবি বাবা আর নিষেধ করবে না।😁
মীম-ভালো বলেছিস।তোরে অনেক ধন্যবাদ।আচ্ছা আমি এখনি গিয়ে আমার ব্যাগ গুছিয়ে ফেলি☺️
ঝুম-আচ্ছা যা তাহলে☺️
.
মীম ব্যাগ ঘুছিয়ে ঘুমিয়ে পরল।আর তারপরে কি হয়েছে সেটা তো আপনাদের আগেই বলেছি
.
মীম গাড়িতে বসে বসে বেশ কয়েকবার call দিল।কিন্তু বার বার phone ব্যস্ত দেখাইতেছে।তারমানে এখনও ব্লক করা😔।মীম আরো কয়েকবার call দেয়ার পর সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পরল😴
.
এদিকে আমি ঘুম থেকে উঠলাম ১১ টায়।ঘুম থেকে উঠে আমি phone হাতে নিয়ে দেখি।একটা নোটিফিকেশন আসছে (blocked calls:47) আমি কিছুটা অবাক হয়েছি😳। কারন আমার ব্লক লিস্টে শুধু মীম আছে।তাই বেশি গুরুত্ব দিলাম না।আমি ফ্রেশ হয়ে এসে দেখি আয়েশা বেশ কয়েকটা call দিয়েছে।আবার call দিতেই ধরে ফেললাম।
.
আয়েশা-কিরে শয়তান কই তুই?🤨
আমি-এত চিল্লাইস না।ধীরে কথা বল।😁
আয়েশা-আরো জোরে কথা কমু।আগে বল এত পরে call ধরলি কেন?🤪
আমি-আমি একটা জায়গায় গেছিলাম তাই call ধরতে পারি নাই😉
আয়েশা-কই গেছিলি তুই?🤨
আমি-শান্তির জায়গায় গেছিলাম😜
আয়েশা-তুই একা গেছিলি?
আমি-হ্যা একাই গেছিলাম।
আয়েশা-আমারে আর সুমনরে সাথে নিয়ে যাইতি😒
আমি-অই শান্তির যায়গায় একাই যেতে হয় রে পাগলি
আয়েশা-মানে?আমরা ৩ জন গেলে সমস্যা কোথায়? 🤔
আমি-বাথরুম এ গেছিলাম🤣🤣🤣
আয়েশা-ছি ইউ🤢
আমি-কেন যাবি না?😁
আয়েশা-জানোয়ার।
আমি-🤣🤣🤣
আয়েশা-এখন হাসি বন্ধ করে ক্যাম্পাসে আয়।😠আমি অনেক আগেই এসে গেছি
আমি-আচ্ছা আমি আর সুমন আসতেছি।☺️
.
আমি আর সুমন ready হয়ে ক্যাম্পাসে গেলাম।অনেকদিন পরে আড্ডা দিতে লাগলাম।
.
মীম যদিও গাড়িতে সকালে উঠেছে।কিন্তু গাড়িতে কিছু সমস্যা মেরামত করার কারনে গাড়ি বিকালে এসে পৌছায়।
.
মীম নিজের হোস্টেলে এসে যা দেখলো সেটার জন্য মীম প্রস্তুত ছিল না।মীম দেখলো যে..................😱😱😱
.
.
গল্প ভালো ভালো/খারাপ যেমনই লাগবে সেটা comment করে জানাবেন।
.
.
.