পর্ব-১২

30 0 0
                                    

গল্প= সিনিয়র গার্লফ্রেন্ড থেকে সিনিয়র বউ(পর্ব-12)
লেখক=মুসকান এর আব্বু
.
এদিকে আমি আর সুমন খাওয়া-দাওয়া শেষ করে রেস্টুরেন্টে থেকে বের হবো এমন সময় একটা call আসে।আমার phone বের করতেই আমি তো পুরাই অবাক।দেখি যে মেসেঞ্জারে আমার বেস্ট ফ্রেন্ড আয়েশা call করছে😊
.
আমি-আসসালামু আলাইকুম
আয়েশা- ওয়ালাইকুম আসসালাম
আমি-কি রে কুত্তি কেমন আছিস😁
আয়েশা-এই তুই আমারে কি বললি?🤪
আমি-কেন কি বললাম আবার
আয়েশা-আমারে কুত্তি বললি কেন?😬
আমি-কেন মিথ্যা কথা বলছি নাকি?
আয়েশা-তুই একটা বিড়াল,না তুই ইঁদুর,না না তুই তেলাপোকা😡
আমি-হইসে আমাকে আর নাম দিতে হবে না
আয়েশা-না আমি দিবোই
আমি-আচ্ছা কেমন আছিস সেটা আগে বল☺️
আয়েশা-ভালোই আছি
আমি-তা হটাৎ এই অধম কে কেনো মনে পড়লো?🤨
আয়েশা-কেন এমনি তোরে খোঁজ খবর নেই না?🙄
আমি-সেটা নেস।কিন্তু আজকে কাহিনি অন্য রকম লাগতেছে
আয়েশা-আরে কিছু না
আমি-না বলে ফেল
আয়েশা-আসলে আমি আজকে দেশে আসতেছি।কিন্তু বাবা একটু ব্যাস্ত তাই আমাকে নিতে আসবে না।তুই একটু সুমন কে call করে বলে দে যেন এয়ারপোর্টে এসে আমাকে নিয়ে যায়।
আমি-এইবার লাইনে আসো দোস্ত😁
আয়েশা-এমন করে বলতেছিস কেন?এক বন্ধু তো অন্য বন্ধুকে সাহায্য করবে
আমি-এত ঢং করিস কেন তুই?
আয়েশা-কই ঢং করলাম?🙄
আমি-তোর বাপের কি গাড়ি একটা নাকি?
আয়েশা-গাড়ি অনেকগুলো কিন্তু সেফটি এর একটা বেপার আছে না?
আমি-আচ্ছা ঠিক আছে সেটা বুঝলাম।কিন্তু সুমনকে দরকার তাহলে আমাকে call দিছিস কেন?🤔
আয়েশা-আরে সুমন তো অনলাইনে নাই
আমি-আচ্ছা শোন আমি আর সুমন ২ জনেই আসবো তোকে নিতে।😉
আয়েশা-তুই আসবি মানে?
আমি-কেন আমি আসলে সমস্যা কি?
আয়েশা-তুই আসবি কিভাবে?তুই না সিলেটে?😲
আমি-আমি ঢাকায় আসছি আজকে ভোরে
আয়েশা-এত তাড়াতাড়ি ভাবীকে ছেড়ে আসলি। কাহিনী কি?😁
আমি-তোরে পরে বলবো😅 (কষ্ট লুকানোর হাসি)
আয়েশা-ঠিক আছে আমি প্রথমেই তোর কাহিনী শুনবো😉
আমি-আচ্ছা সেটা না হয় শুনিস।এখন বল তোর flight কয়টায় ছাড়বে?
আয়েশা-ছাড়বে মানে?আমি তো plane এ বসে আছি।আর আমার attached plane ২ ঘণ্টা আগে টেকঅফ করেছে।🙃
আমি-ফাইযলামি করতেছিস?
আয়েশা-ফাইযলামির কি দেখলি তুই?🙄
আমি-তাছড়া আর কি?তুই  flight mode চালু করে আমার সাথে মেসেঞ্জারে কথা বলতেছিস কিভাবে?😒
আয়েশা-আরে গাধা plane এ যে wifi থাকে সেটা কি ভুলে গেছিস?
আমি-জীবনে কোনোদিন plane এ উঠি নাই।আমি কিভাবে জানবো বল😜
আয়েশা-এখন তুই একটু দয়া কইরা থাম।
আমি-ওকে থামলাম।এবার বল
আয়েশা-রাতে ১০ টায় এয়ারপোর্টে থাকবি। ১১ টায় plane landing এর সময় দেয়া একটু আগে পিছে হতে পারে।
আমি-এই তুই আমার জন্য perfume আনছিস?না এনে থাকলে এয়ারপোর্টে নেমে আবার জার্মানি ফেরত চলে যাবি😁
আয়েশা-আনছি তোর জন্য pefume.😒
আমি-এইতো লক্ষী মেয়ে।আচ্ছা ঠিক আছে তোর বাপকে বলে দে যেন গাড়ি ৬টার সময় আমাদের হোস্টেল এর সামনে পাঠিয়ে দেয়।😎
আয়েশা-ঠিক আছে
.
আয়েশা এর সাথে কথা বলে ভালোই লাগছিল আর লাগবে নাই বা কেন,অনেক দিন পর বেস্ট ফ্রেন্ডএর সাথে কথা বললাম😌। আয়েশা call কেটে দেয়ার পর পাশে তাকিয়ে দেখি সুমন আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে।🧐
.
আমি-তোর phone কোথায়?🤨
সুমন-হোস্টেল এ রেখে আসছি
আমি-নিয়ে আসিস নাই কেন?🤔
সুমন-যে ভারী।আর পকেটেও জায়গা হয় না।হাতে নিয়ে রাখা যায় নাকি?🤪
আমি-মাত্র ২০০ গ্রামের একটা  phone হাতে নিয়ে রাখতে পারিস না?আমার মনে হয় তোর জন্ম আদিমযুগে হওয়ার কথা ছিল ভুল করে এই যুগে হয়ে গেছে।🤣
সুমন-আচ্ছা এখন বল আয়েশা কি বললো 😒
.
আমি আর সুমন ফটপাত দিয়ে হাটতে লাগলাম আর সুমনরে বলতে লাগলাম যে আয়েশা কি বলেছে
.
এদিকে মীম শুয়ে শুয়ে চিন্তা করতেছে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে।তখনই ঝুম ঘরে আসলো।
.
ঝুম-কিরে আপু শুয়ে শুয়ে কি করিস?☺️
মীম-কিছুনা😒
ঝুম-আমি কিন্তু জানি তুই কি করতেছিস😁
মীম-বল দেখি🤨
ঝুম-তুই দুলাভাই এর কথা চিন্তা করতেছিস😁
মীম-আরে না🙈 (লজ্জা পেয়ে)
ঝুম-আমি জানি।আর শোন আমি একটা জিনিস তোকে মনে করিয়ে দিতে এসেছি
মীম-কি?🤔
ঝুম-বাবা কিন্তু দুলাভাই এর নাম্বার নিয়েছে।
মীম-আমার তো মনেই ছিল না।thanks😊
ঝুম-thanks দিয়ে লাভ নাই।আমাকে টাকা দিবি😁
মীম-তুই কি সত্যি আমার নিজের বোন?🤨
ঝুম-কেন কি হয়েছে?🤪
মীম-আমার কাছে থেকে এইভাবে টাকা নিতেছিস।ডাকাত তোর চেয়ে ভালো😡
ঝুম-সে তুই যাই বলিস না কেন আমাকে টাকা দিবি
মীম-আচ্ছা দিবোনি😡
.
মীম উঠে আংকেলের(মীমের বাবা) ঘরে গেল।দেখলো আংকেল টেবিলে বসে কাজ করতেছে।
.
মীম-বাবা কি কর?☺️
আংকেল-এইত মা অফিসের কিছু কাজ করতেছি🙂
মীম-বাবা তোমার phone একটু দিবা?
আংকেল-না দেয়ার কি আছে রে মা?ওই যে চার্জ এ দেয়া নে👉
মীম-ধন্যবাদ বাবা(খুশি হয়ে)
আংকেল-কিন্তু আমার phone দিয়ে কি করবি রে মা?🤔
মীম-আমার বিকাশে টাকা শেষ তাই তোমার একাউন্ট থেক নিব😅 (মিথ্যা কথা)
আংকেল-ঠিক আছে মা😊
.
মীম আংকেলের phone নিয়ে আমার(লিআস) নাম্বার খুজতে লাগলো।দেখলো লিআস নাম দিয়ে সাভ করা।নাম্বার টা নিয়ে phone আবার চার্জ এ দিয়ে চলে যেতে লাগলো।
.
আংকেল-কিরে মা হয়েছে?🤔
মীম-চেষ্টা তো করলাম।কিন্তু হইতেছে না🙃
আংকেল-দেখি কেন হইতেছে না🤨
মীম-থাক না বাবা।আমার মনে হয় server এর সমস্যা।পরে নিব😊
আংকেল-আচ্ছা ঠিক আছে
.
মীম এতটা খুশি হইসে যে নিজের ঘরে গিয়ে নাগীন ড্যান্স দিতে ইচ্ছা করতেছিল😇।মীম আমাকে call দিল কিন্তু আমার phone এ call আসার আগেই কেটে দিল।
.
এদিকে আমি আর সুমন হোস্টেলে এসে পরি। ৫.৩০ টার সময় আয়েশার একটা গাড়ি আমাদের হোস্টেলের সামনে এসে থামে।
.
আমি আর সুমন ready হয়ে গাড়িতে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেড়িয়ে পরলাম।ঢাকার জ্যাম এর কারনে পৌছাতে ৯.৩০ টা বেজে গেল।
.
এদিকে মীম একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলো সেটা হলো মীমের phone এ একটা নাম্বার থেকে প্রতিদিন কয়েকবার call আসতো।কিন্তু গতকালকে রাত থেকে আর call আসতেছে না।মীম নিজেই যেন চাইতেছে যেন call আসুক।
.
অনেকক্ষণ অপেক্ষা করার প যখন দেখলো সেই নাম্বার থেকে কোনো call আসতেছে না।তখন মীম নিজেই ওই নাম্বারে call দিল।কিন্তু মীম হতাশ😔 হলো কারন নাম্বার বন্ধ।
.
এদিকে এয়ারপোর্টে আমি গাড়িতে বসে বসে গেম খেলছিলাম।হটাৎ আয়েশা এর call আসলো
.
আয়েশা-কই তোরা?🤨
আমি-কেন পার্কিং লট এ☺️
আয়েশা- ৩ নং গেটে এ আয়।আমি দারিয়ে আছি।
আমি-আচ্ছা দাড়া আমরা আসতেছি।😊
.
ড্রাইভার আংকেল কে বলার পর সে গাড়ি ৩ নং গেটে নিয়ে গেল।আয়েশাকে খুজতে লাগলাম।এবং পেয়ে গেলাম।
.
আমি গাড়ি থেকে বের হয়ে ইশারা 🖐️করতেই আয়েশা আমার কাছে আসলো।তারপর গাড়িতে উঠে পরলো।এবং আমরা বাসায় ফিরছিলাম।
.
আমি-তারপর বল কেমন কাটাইলি জার্মানিতে☺️
আয়েশা-আমি মনে হয় ওই জায়গায় ঘুরতে গেছিলাম?🤨
আমি-তাছাড়া আর কি😁
আয়েশা-তরে বলছে।বাবার কোম্পানির এক্সপোর্টে কিছু সমস্যা ছিল।সেজন্য আমি গেছিলাম🙃
আমি-ও তাই বল
আয়েশা-তারপর কাজ শেষ হওয়ার পর ২-৩ দিন একটু ঘোরাঘুরি করছি।😜
সুমন-আমিও তো আছি তোদের সাথে নাকি?🙄
আয়েশা-আমরা তো ভুলেই গেছিলাম😁
আমি-তুই বোবা হয়ে থাকলে তো তাই হবে😁
সুমন-😤😤😤
আয়েশা-আচ্ছা বাদ দে।এখন বল তোদের অবস্থা কি😉
সুমন-আছি ভালোই😏
আয়েশা-কিরে লিআস তোর কি অবস্থা?🤔
আমি-আছি কোনোরকম😔
আয়েশা-এটা বল ভাবীর কি খবর?😁(আমাকে উদ্দেশ্য করে)
সুমন-ভাবি মানে?😲
আয়েশা-তোকে এখনো কিছু বলে নাই?🙄
সুমন- না তো😳
আমি-আচ্ছা তোরা থাম আমি বলতেছি😣
.
আয়েশা জার্মানি যাওয়ার পরের দিন থেকে আজকে পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে সব বললাম।
.
সুমন-এইজন্যই তো বলি হটাৎ করে এমন অবস্থা কেন তোর।এবার বুঝলাম🙃
আয়েশা-এই সুমন থাম তো
সুমন-ওকে থামলাম🤫
আয়েশা-দেখ লিআস মন খারাপ করিস না😔
আমি-নাহ এখানে মন খারাপ এর কিছু নাই তো😞
আয়েশা-দেখ মীম বুল বুঝেছে।সেটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে☺️
আমি-হয়তো আবার হয়তো না।😢
.
আমাদের কথার মাঝেই একটা call আসে আমার কাছে।আমি phone এর দিকে না তাকিয়েই রিসিভ করলাম।যখনই অপর পাশ থেকে কথা বললো আমি অবাক হয়ে 😱গেলাম।আমি বুঝলাম.................
.
.
গল্প ভালো ভালো/খারাপ যেমনই লাগবে সেটা comment করে জানাবেন।
.
.
.

সিনিয়র গার্লফ্রেন্ড থেকে সিনিয়র বউ Tempat cerita menjadi hidup. Temukan sekarang