গল্প= সিনিয়র গার্লফ্রেন্ড থেকে সিনিয়র বউ(পর্ব-26)
লেখক=মুসকান এর আব্বু
.
বি:দ্র:এই পর্বটা ছোট হয়ে গেলো।সবাই ক্ষমা করবেন।
.
আমি দ্রুত আয়েশাকে কল দিলাম।
.
আমি-আয়শা তোর একটা সাহায্য দরকার😔
আয়েশা-এতদিন পরে আমার কথা মনে পরলো তোর?😏
আমি-দেখ কথা পরে হবে।আমার এখন সিলেট যেতে হবে😐
আয়েশা-হটাৎ করে কেন?🤨
আমি-মীমেকে আজকে দেখতে আসবে।তাই আমার যেতে হবে😔
আয়েশা-আমার কি তোর সাথে যেতে হবে?🤔
আমি-আপদত দরকার নাই।দরকার হলে জানাবো☺️
আয়েশা-তাহলে কি সাহায্য দরকার তোর?
আমি-এখন যেয়ে টিকিট কাটতে হবে,তারপর বাস ১-১.৩০ ঘন্টা দেরী করে আসবে।এত অপেক্ষা আমি করতে পারবো না।তাই বলতেছিলাম।তোর গাড়িটা কি আমাকে দিবি?🙁
আয়েশা-এই জন্যই তোরে আমার মাঝে মাঝে বিরক্ত লাগে।আমরা বেস্টফ্রেন্ড।আমার সাথে এত ফর্মালিটি করতে হবে কেন তোর?ইতর🤬।
আমি-........🤐(চুপ করে আছি)
আয়েশা-শোন তুই ready হয়ে নে আমি গাড়ি পাঠাইতেছি।আর কি হয় না হয় একটু জানাস।
আমি-ঠিক আছে জানাবো।একটু দ্রুত পাঠিয়ে দে☺️
.
আমি দ্রুত ফ্রেশ হতে ready হয়ে নিলাম।সুমন ভার্সিটিতে চলে গিয়েছিল তাই কিছু বলে যেতে পারলাম না।নিচে নেমে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে।আমি উঠে পরলাম।
.
আমি-আংকেল একটু জোরে চালাবেন।😑
.
এদিকে ঝুম মীমের কাধে হাত রাখলো।
.
ঝুম-বিশ্বাস কর আপু।আমি কিচ্ছু জানি না😟
মীম-আমি লিআসকে কল দেই😰(চোখ মুছতে মুছতে)
ঝুম-এখন কল দিয়ে লিআসক ভাইয়াকে কষ্ট দিস না।আজকে দেখতে আসতেছে।দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না।ছেলেপক্ষ দেখে চলে যাক।তারপর তুই বাবাকে বলে দিস,ছেলে পছন্দ হয় নাই।তাহলেই হলো😉
মীম-লিআসকে জানানো উচিত😔
ঝুম-ভাইয়া এখন এসব শুনলে কষ্ট পাবে।তাই এখন কিছু বলার দরকার নাই😐
.
মীম কিছুটা আশ্বস্ত হলো।😌কিন্তু মীমের মাথায় অন্য একটা বুদ্ধি ঘোরাফেরা করতেছে।কয়বার বিয়ে আটকাবে?🤔
.
দুপুরে মীমকে দেখতে আসলো।ছেলেটার সাথে তার মা আর বাবা এসেছে।
.
সবাই সেখানে আছে।আমার আব্বু-আম্মু,মীমের বাবা-মা,ঝুম।
.
মীমকে ডাকা হলো।চিরাচরিত নিয়মে মীম তাদের সামনে এসে বসলো।
.
মীম-আসসালামু আলাইকুম☺️
সবাই-ওয়ালাইকুম আসসালাম
মীমের মা-আমার মেয়েকে কেমন দেখলেন?😉
ছেলের মা-মাশাল্লাহ অনেক সুন্দর।আমার তো অনেক ভালো লেগেছে।তুমি কি বলো?😊(ছেলের বাবাকে প্রশ্ন করে)
ছেলের বাবা-আমারো অনেক পছন্দ হয়েছে☺️
.
ছেলেটা মীমকে দেখে মুচকি মুচকি হাসতেছে,যেটা মীমের অসহ্যকর লাগতেছে।😖
.
ছেলের মা কিছু বলার আগেই মীম হাত উঠিয়ে তাকে থামিয়ে দিলো।
.
মীমের মা-কি হচ্ছে এসব?😳
মীম-এখন আমি কথা বলবো।আর কেউ কোনো কথা বলবেন না😔
মীমের বাবা-এটা কি ধরনের বেয়াদবি?😤
মীম-বাবা আজকে যদি আমি সবকিছু না বলি তাহলে সারাজীবন আমার আফসোস করতে হবে😔
মীমের মা-কি এমন কথা যে এখনি বলতে হবে😒
মীম-আমি একজনকে ভালোবাসি।আর তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না😐
.
এই কথা যেন কেউ বিশ্বাস করতে পারছিলো না।যেই মেয়ে কোনো ছেলের সাথেই তেমন মিশে না সে এমন একটা কথা বলবে;যা কল্পনার অতীত।
.
মীমের মা-কি বলছিস এসব?😳
মীম-আমি ঠিকই বলছি।আপনারা এখন যেতে পারেন😔(দেখতে আসা লোকদের উদ্দেশ্য করে)
ছেলের মা-আমাদেরকে ডেকে এনে অপমান?😤
মীম-আমাকে ক্ষমা করবেন😞
.
ছেলের মা এবং ছেলের বাবা অনেক কথা শুনিয়ে গেলো মীমের বাবা-মা কে।আর এতে মীমের বাবার রাগ প্রচন্ড বেড়ে গেলো।যে মেয়েকে সে কোনোদিন সেভাবে জোরে ধমক দেয় নাই,সেই মেয়েকে সজোরে থাপ্পর মারলেন।
.
মীম থাপ্পর খেয়ে যতটা শারীরিক আঘাত পেয়েছে তারচেয়ে বেশী মনে আঘাত পেয়েছে।😢
.
মীম-বাবা তুমি আমাকে থাপ্পর মারলা?☹️(কান্না করতে করতে)
মীমের বাবা-এই থাপ্পরটা অনেক আগেই মারা উচিত ছিলো তাহলে আজকে এত অপমানিত হতাম না😤
মীম-বাবা,আমি আসুখী হলে সেটা মেনে নিতে পারতা তো?🙁(কান্না করতে করতে)
মীমের বাবা-ছেলেটা কোনদিক দিয়ে কম ছিলো?ছেলে আমেরিকায় থাকে,ভালো চাকরী করে,পরিবারের সম্মান আছে,উচ্চবংশীয় ছেলে।আর কি চাই তোর?😡(প্রচন্ড রেগে)
মীম-টাকা-পয়সা,আভিজাত্য এর মাঝেই কি সুখ থাকে বাবা?😨
মীমের বাবা-...........(একটু চিন্তামগ্ন)
মীম-আমরা তো মধ্যবিত্ত পরিবারে বাস করি।আমার মা তো সুখেই আছে।😥
মীমের বাবা-তুমি কাকে ভালোবাসো?নাম কি তার?কি করে সে?😤(হুংকার ছেড়ে)
মীম-তোমরা সবাই তাকে চিনো😣
মীমের মা-কি বলিস?আমরা সবাই চিনি?😲(বিস্ময়ের সুরে)
মীম-হ্যা মা😞
মীমের বাবা-ছেলেটা কে?😠(অধৈর্য হয়ে)
মীম-বাদল আংকেলের ছেলে লিআস😞
.
মীমের মুখ থেকে নামটা শোনা মাত্রই আমার আব্বু-আম্মু এবং মীমের বাবা-মা এর চোখ কপালে ওঠার মতো অবস্থা।তারা চারজন একে অপরেকে বার বার তাকিয়ে তাকিয়ে দেখতেছে।সবাই যেনো কথা বলা ভুলে গেছে।কথা বলার ভাষা নাই কারো।মীম এই নীরবতা ভেঙে দিলো।
.
মীম-আমরা একে অপরকে ভালোবাসি।আমাদের পক্ষে একে অপরকে ছাড়া থাকা অসম্ভব😭(এবার কেদেই ফেললো)
মীমের মা-তুই কি বলছিস সেটা কি তুই জানিস?😕
মীম-আমি জানি মা😟
মীমের মা-লিআস তোর থেকে বয়সে ছোট🙁
মীম-তো কি হয়েছে মা?একটা বেশী বয়সের ছেলে,যদি কম বয়সের মেয়েকে বিয়ে করতে পারে তাহলে একটা বেশী বয়সের মেয়ে কম বয়সের ছেলেকে কেনো বিয়ে করতে পারবে না😧
মীমের বাবা-কতদিন ধরে সম্পর্ক?😤
মীম-তোমার মনে আছে বাবা,একবার আমি আর লিআস একসাথে এসেছিলাম।আমি টাকা দিতে চাইছিলাম না।তারপর ঝুমের জন্মদিনের দিন লিআস কাউকে কিছু না বলে চলে গেলো
মীমের বাবা-হ্যা মনে আছে😬
মীম-আমার সম্পর্ক তখন থেকেই😔
মীমের মা-কিভাবে সম্ভব?
.
এরপর মীম সবাইকে বুঝিয়ে বললো।বাসে ঝগড়া, রেস্টুরেন্টে বিল নিয়ে ঝামেলা,তারপর ঝুমের জন্মদিনে একে অপরকে ভুল বুঝা,তারপর ঢাকায় গিয়ে সবকিছু মিটমাট করে নেয়া।এবং এতদিন ধরে সম্পর্ক রাখা।
.
ছেলের এমন কার্যকালাম আমার আব্বু-আম্মু আশা করে নাই।তারা মাথা নিচু করে ফেললো😔
.
মীমের বাবা-এটা কখনোই সম্ভব না😑
মীম-কেন বাবা?😟
মীমের বাবা-লিআস এখনো পড়াশোনা করতেছে।তোমাদের বিয়ে হলে কিভাবে সংসার করবি?😐
মীম-কেন বাবা?একটা ছেলেকেই সবসময় একটা মেয়ের দায়িত্ব নিতে হবে?একটা মেয়েও তো চাকরী করে একটা ছেলের দায়িত্ব নিতে পারে😏
মীমের বাবা-এসব দার্শনিকের মতো কথা বলা বন্ধ করো।এসব শুধু সিনেমায় সম্ভব😤
মীমের মা-তুই লিআসের চেয়ে বড়।এটা আমদের সমাজের নিয়মের বাহিরে😖
মীম-কিন্তু ভুল না মা😞
মীমের মা-সমাজ কি বলবে?😕
মীম-কোন সমাজের কথা বলতেছো মা?আজকে সমাজের নিয়মে বিয়ে করে যদি আমি সুখি না হয় তাহলে তো সমাজের কেউ আমাকে সাহায্যে এগিয়ে আসবে না।দুইদিন না খেয়ে থাকলে সমাজের মানুষ বলবে না যে খেয়ে যাও।আর সেই সমাজের কথা তুমি বলতেছো?😞
মীমের বাবা-তাই বলে সমাজের বিরুদ্ধে যেতে হবে?এতবছরের নিয়ম এর ব্যতিক্রম করতে হবে?🤨
মীম-ব্যতিক্রম করে যদি আমরা সুখি হই তাহলে ক্ষতি কি বাবা?😟
আব্বু-এটা সম্ভব না মামনি।দিন শেষে আমরা সমাজে বাস করি, সমাজের অন্য ১০ জনের সাথে মিল রেখেই আমাদের চলতে হয়🙁
মীম-তাই বলে সমাজের মানুষের জন্য অসুখী হতে পারবো না😞
.
হটাৎ মীমের ফোনে একটা কল আসে।মীম দেখে আয়েশার নাম্বার।এই সময়ে আয়েশার কল আসার কথা নয়।তারপরেও কল যখন দিয়েছে,রিসিভ করলো মীম।
.
আয়েশা-হ্যালো মীম?🤨
মীম-হ্যা বলো🙂
আয়েশা-তুমি..................................
.
.
সবাই আমাকে সমর্থন করবেন।আমার ভুল হলে ক্ষমা করে দিবেন।সবাই ভুল থেকেই শিক্ষা নেয়।আমাকে সবাই সাহায্য করবেন যাতে ভালো একটা গল্প আপনাদেরকে উপহার দিতে পারি।ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
.
…………...আল্লাহ সবার সহায় হোক…………….
………..………….ধন্যবাদ………………………….
.