পর্ব-১১

104 5 0
                                    

#প্রতিচ্ছবি 

লেখিকা : নীলা মনি গোস্বামী
পর্ব : ১১

ভয়ার্ত দৃষ্টিতে তাকালাম রাফির দিকে। ওর চোখে মুখেও ভয় ফুটে উঠেছে। কালচে ধোয়ার কুন্ডলীটা ধীরে ধীরে চলে এলো আমাদের কাছে। কিচুক্ষন চক্রাকারে ঘুরপাক খেলো আমাদের ঘিরে। মনো হচ্ছিলো বিশাল একটা ঘূর্নিঝড় বইছে তখন। থেমে গেলো একসময় ওটা। তারপর কি যেনো হলো । অবাক হয়ে দেখলাম ধোয়ার কুন্ডলীটা হঠাৎ বিশাল একটা প্রজাপতির রূপ ধারন করলো। কালচে রঙের শিঙওয়ালা প্রজাপতি। কিছুক্ষন উদ্দেশ্যহীনভাবে ঘুরপাক খেলো প্রজাপতিটা আমাদের চারপাশে। কালচে প্রজাপতির পাখার ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে রঙবেরঙের হাজারটা ছোটোবড়ো  প্রজাপতি বের হতে লাগলো ।  ঘিরে ধরলো আমাদের। রঙ বেরঙের ফুলের মত সুন্দর সুন্দর প্রজাপতি। দেখেই মনটা কেমন যেনো ভালো হয়ে গেলো। কাল রাতের বিভৎস ঘটনাগুলোর কথাও ভুলে গেলাম কয়েক মুহুর্তের জন্য।
হঠাৎ কি যেনো হলো আবার।  চোখের নিমিষেই কোথায় যেনো  হারিয়ে গেলো প্রজাপতিগুলো। কিচির মিচির করতে করতে উড়ে এলো একঝাঁক পাখি। মুখর হয়ে গেলো চারপাশের পরিবেশ। পাখিগুলোকে দেখেই কেমন কেমন যেনো মায়া কাজ করছিলো মনের ভেতর। ছুঁয়ে দিতে মন চাইলো ।  দুটি পাখি উড়ে এসে বসলো আমার আর রাফির হাতে। ধরতে চাইলাম ছোট্ট পাখিটাকে। কিন্তু তার আগেই ভোজবাজির মত উধাও হয়ে গেলো আমাদের হাতে বসে থাকা পাখিদুটো। স্মৃতি হিসেবে শুধু দুজনের হাতে দুটো পালক পড়ে রইলো। সাতরঙা পাখির পালক। ছোট্টবেলায় দেখা জাদুর কথা মনে পড়ে গেলো। জাদুকর তার মাথায় পড়া ছোট্ট টুপিখানার ভেতর থেকে কত্ত কিছু বের করতো। হা করে দেখতাম এসব.... আর অবাক হয়ে যেতাম।  সুন্দর ছিলো ছোটবেলার সময়গুলো। কত মজা করতাম তখন। দলবেঁধে ঘুরে বেড়াতাম। পুতুল বিয়ে দিতাম, মিথ্যে মিথ্যে বাজার করে রান্নাবাটি খেলতাম, পুতুলের জামা দিয়ে ঝগড়া করতাম। তারপর হঠাৎ করেই বদলে গেলো সবকিছু চিরদিনের জন্য। বড় হয়ে গেলাম আমি। হারিয়ে গেলো আমার ছোটবেলা। আকাশ কুসুম চিন্তার মাঝে হারিয়ে গিয়েছিলাম। রাফির ডাকে ফিরে এলাম বাস্তবে।

প্রতিচ্ছবি  Where stories live. Discover now