প্রতিচ্ছবি
লেখা : নীলা মনি গোস্বামী
শেষ পর্বঘটনার আকস্মিকতায় কেমন যেনো পাথর হয়ে গেছে সবাই। কেউ টু শব্দটিও করছে না। নীরার দিকে তাকালাম।অস্বাভাবিক রকমের বেশী শান্ত হয়ে গেছে মেয়েটা। যেনো মৃত্যুর হাতে সপে দিয়েছে নিজেকে।
ঐতো....... সিরিয়াল কিলারটার উদ্যত দা নেমে যাচ্ছে নীরার ঘাড় লক্ষ্য করে।
আর সইতে পারলাম না। লাফ দিয়ে বের হয়ে গেলাম চক্র থেকে। দৌড়ে গিয়ে টুটি চেপে ধরলাম সিরিয়াল কিলারটার। কষে একটা ঘুষি লাগালাম ওর নাক বরাবর। খামচে প্রায় অন্ধ করে দিলাম ওর চোখ দুটি। ব্যাথায় চিৎকার করে উঠলো শয়তানটা। টলতে টলতে সরে গেলো পেছনের দিকে।
একটু হাসলাম শয়তানটার দিকে তাকিয়ে। বিদ্রুপের হাসি।
তারপর একবুক ভালোবাসা নিয়ে দৌড়ে যেতে লাগলাম নীরার দিকে।
কিন্তু........ একটু সামনে গিয়েই থমকে গেলাম আমি। কেমন যেন বদলে যাচ্ছে মেয়েটা। খুব দ্রুত গতিতে। মুখের আকৃতি এর মধ্যেই কেমন যেনো বদলে গেছে। গোল মুখটা হঠাৎ করেই শূচালো লম্বাটে আকৃতি ধারন করেছে। চোখ দুটোও কেমন যেনো হিংস্র দেখাচ্ছে। ভাটার মত জ্বলছে চোখদুটো। মাথার ওপর দু- তিনটে শূড় গজিয়ে গেছে । বগলে নিচ থেকে বাড়টি দুটো হাত বের এসেছে হঠাৎ করেই। পা দুটো উধাও হয়ে গেছে ওর। নেই। হামাগুরি দিয়ে এগিয়ে আসছে সে আমাদের দিকে। সরীসৃপ প্রানীদের মত। মুখ থেকে লালা ঝড়ছে অনবরত।অস্ফূষ্ট একটা আর্তনাদ দিয়ে পিছিয়ে গেলাম আমি।সিরিয়াল কিলারটার ওপর ঝাপিয়ে পড়লো নীরা। মূহুর্তের মধ্যেই ছিন্নভিন্ন করে ফেললো ওর কুৎসিত দেহটা। তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। হামাগুরি দিয়ে। ঘষটাতে ঘষটাতে।
দৌড়ে চক্রে ফিরে যেতে চাইলাম আমি। কিন্তু দেরী হয়ে গেছে ততক্ষনে। স্তব্ধ আমি বিষ্ফোরিত চোখে দেখলাম ইরা আর রাফি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আয়নার ভেতর। যেনো অদৃশ্য কোন শক্তি শুষে নিচ্ছে ওদের। আমার চোখের সামনেই হারিয়ে গেলো ওরা। বাতাসে মিলিয়ে গেছে।
এবং............তারপর.......!!!!!
গলগল করে পানি বের হতে লাগলো আয়নাটার ভেতর থেকে। মূহুর্তের মধ্যে পানির দিচে তলিয়ে গেলো পুরো ছাদটা। প্রানপন চেষ্টা করে যাচ্ছি বারবার। নিজেকে বাঁচানোর জন্য।কিন্তু নিষ্ফল সে চেষ্টা। ডুবে যাচ্ছি বারবার।
YOU ARE READING
প্রতিচ্ছবি
Paranormalইহা একটি প্যারানরমাল গল্প।ডাইনীদের নিয়ে লিখা এই গল্পটি পড়ে মাঝে মাঝে চমকে উঠবেন পাঠকরা,মাঝে মাঝে ভয় পাবেন।আবার হালকা পাতলা রোমান্সের স্বাদও পেয়ে যাবেন। দুই খন্ডের এই গল্পটি ধারাবাহিকভাবে পোস্ট করবো আমি। 😊