#প্রতিচ্ছবি
লেখিকা : নীলা মনি গোস্বামী
পর্ব : ৮হঠাৎ কে যেনো হ্যাঁচকা টান দিলো আমাকে।দৌড়াচ্ছে দ্রুতগতিতে। টেনে হিচড়ে সামনে নিয়ে যাচ্ছে আমাকে। ভালো করে দেখলাম। রাফি ওটা।
প্রানপনে দৌড়াচ্ছি আমরা। আর আমাদের পেছনে ছুটে আসছে হাজার হাজার লক্ষ্য লক্ষ্য প্রানি। দ্রূতগতিতে ধেয়ে আসছে ওরা। ওদের হিংস্র পদশব্দ শুনতে পাচ্ছি।মনে হচ্ছে একযুগ ধরে দৌড়াচ্ছি আমরা। মাথাটা ব্যাথায় দপদপ করছে। মনে হচ্ছে ফেটে যাবে এখুনি। হঠাৎ চোখের সামনে সব অন্ধকার হয়ে গেলো। বুঝলাম এক্ষুনি জ্ঞান হারাবো।এখন জ্ঞান হারালে নিশ্চিত মৃত্যু। কোনমতে নিয়ন্ত্রণ করলাম নিজেকে। রাফির হাত আকড়ে ধরে ছুটে চললাম প্রানপনে।
হঠাৎ থেমে গেলাম আমরা। সামনে আর কোন রাস্তা নেই। রাস্তা শেষ। বিশাল বড় এক খাদ সামনে। আর সামনে এগুলে পড়ে যাবো আমার হাজার ফুট নিচে।এবড়ো থেবড়ো পাথরের আঘাতে থেঁতলে যাবে আমাদের দেহ।
প্রানিগুলো প্রায় চলে এসেছে। আতঙ্কে দিশেহারা হয়ে গেলাম আমি।পাশ থেকে রাফি চেঁচিয়ে উঠলো - "লাফ দাও এক্ষুনি। "
কিন্তুু ফ্রিজ হয়ে গেছি আমি। নড়ছে না হাত পা। পেছনের প্রানিগুলো চলে এসেছে প্রায় কাছে। হাত বাড়ালেই ধরা যাবে, এমন দূরত্ব। পেছনে থেকে রাফি ধাক্কা দিয়ে ফেলে দিলো আমাকে।
দ্রুতগতিতে নিচে পড়তে লাগলাম। মাথা ভাড়ি হয়ে গেছে প্রচন্ড। বুঝলাম খুব শীঘ্রই মৃত্যু হতে যাচ্ছে আমার।
ঐতো দূরে একটা বিশাল গাছ দেখা যাচ্ছে। ওটার সূচালো ডালা বরাবর নিচে পড়ে যাচ্ছি আমি। দ্রুত গতিতে নিচে পড়ে যাচ্ছি। একটু পরেই ছিটকে পড়বো সূচালো গাছটার ওপর।
চোখ বন্ধ করে ফেললাম ভয়ে। হঠাৎ করেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো। মায়ের কথা মনে পড়লো। শেষ দেখাটা আর হলো না। ইরা নিরার কথা মনে পড়লো। মনে পড়লো রাফিদের কথা। গোটা জীবনটা হঠাৎ ছবির মত ভেসে উঠলো চোখের সামনে। কোথায় যেনো শুনেছিলাম।মৃত্যুর সময় মানুষের পুরো জীবন চোখের সামনে ভেসে উঠে। মারা যাবে এখন আমি। আর মাত্র কয়েকটা মূহুর্তের ব্যাবধান মাত্র।
মন ভরে শ্বাস নিতে চাইলাম। পারলাম না। মনে হচ্ছিলো কেউ প্রচন্ড আক্রোশে গলা টিপে ধরেছে আমার। একটু বাতাসের জন্য বুকের ভেতরটা আকুপাকু করে উঠলো। চোখ জ্বালা পোড়া করছে প্রচন্ডভাবে।
কপালের কাটা দাগটাও চিনচিন করে উঠলো হঠাৎ। হাত দুটো প্রচন্ড ভারি হয়ে উঠলো আচমকা। ঘাড় নাড়াতে পারছি না। মনে হচ্ছে কয়েকশো মণ ওজনের কিছু একটা চাপিয়ে দিয়েছে কেউ ঘাড়ে। ভেঙে যাবে ঘাড় এক্ষুনি।।।
YOU ARE READING
প্রতিচ্ছবি
Paranormalইহা একটি প্যারানরমাল গল্প।ডাইনীদের নিয়ে লিখা এই গল্পটি পড়ে মাঝে মাঝে চমকে উঠবেন পাঠকরা,মাঝে মাঝে ভয় পাবেন।আবার হালকা পাতলা রোমান্সের স্বাদও পেয়ে যাবেন। দুই খন্ডের এই গল্পটি ধারাবাহিকভাবে পোস্ট করবো আমি। 😊