ভুলবশত পর্ব ২ দিতে ভুলে গিয়েছিলাম।এখন দিয়ে দিলাম।সরি 😖

128 6 0
                                    

#প্রতিচ্ছবি
লেখিকা : নীলা মনি গোস্বামী
পর্ব : ২
একী!!
অপর পাশের মানুষটা যে দেখতে ঠিক আমার মতই!!!

আমার মত টানা টানা চোখ। লম্বাটে নাক। কপালের একপাশে আমার মতই একটা কাটা দাগ আছে। হালকা লালচে লম্বা চুলগুলো এলোমেলো ভাবে ঘাড়ের ওপর পড়ে আছে। পড়নের জামাটাও হুবহু আমার মতই। জামাটা মায়ের হাতের বানানো। ভীষন প্রিয় আমার।
মনে হচ্ছে আয়নার সামনে বসে নিজেকে দেখছি। নিজের প্রতিচ্ছবি।
ওপ্রান্তের মানুষটা অদ্ভূত একটা হাসি দিল আমার দিকে তাকিয়ে। কেমন যেন বাঁকা ধরনের পৈশাচিক হাসি।
তারপর ধীরে সুস্থে মুখ খুলল ওটা। ফিসফিস করে বলল - " হাই বান্ধুবী। "

কেমন যেন অন্যরকম অন্যভূবনের একটা কন্ঠস্বর। গায়ে কাটা দিয়ে উঠলো। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ছুঁড়ে ফেললাম বিছানার ওপর।

এবং ঠিক তখনি ফোনে একটা ম্যাসেজ এলো। সেখানে লেখা -

" dear sweety, plish check your bathroom. "

অজানা আশঙ্কা নিয়ে দৌড়ে গেলাম বাথরুমে।এবং আঁতকে উঠলাম।সমস্ত বাথরুম রক্তে মাখামাখি। সিলিঙ এর সাথে ঝুলে আছে আমার বেস্টি ফারিহার লাশ। কেউ একজন চরম আক্রোশে তার মাথার চুলগুলো ছিঁড়ে ফেলেছে। বিভৎসভাবে চোখ জোড়া খুবলে তুলে ফেলেছে। জিহ্বাটা বিকৃতভাবে বের করা। হঠাৎ দেখলে মনে হয় ভেঙচি কাটছে আমাকে। পরনের জামা রক্তে মাখামাখি।
রহিমন বুয়ার লাশটাও দেখতে পেলাম।তার ঘারটা মটকানো। হাত পায়ের সব গুলা নখ কে যেন তুলে ফেলেছে। গালের এক খাবলা মাংস উধাও।

আতঙ্কে যখন দিশেহারা আমি... কি করবো ভেবে পাচ্ছি না... ঠিক তখনি নজর গেলো বাথটাবটার দিকে।
এবং মনে হয় শেষ বারের মত চমকে উঠলাম আমি। সাদা বাথটাবটার ওপর তাজা রক্ত দিয়ে হিজিবিজি ভাবে কেউ একজন লিখে রেখেছে -

" হাই বান্ধুবী। স্বাগতম। এখন তোমার পালা। "

চলবে......

প্রতিচ্ছবি  Where stories live. Discover now