গল্প : প্রতিচ্ছবি
লেখিকা : নীলা মনি গোস্বামী ( মানি আমি। প্রথমবার নিজের লিখা গল্প পোস্ট করছি। খারাপ হলে নিজ গুণে ক্ষমা করে দিয়েন 😂)একসময় আমি মনে হয় একজন সুনাগরিক ছিলাম। প্রতিদিন সকালে নিয়ম করে পত্রিকা কিনতাম।তারপর খুঁটে খুঁটে পত্রিকার খবরগুলা তিনচারবার পড়তাম। যে লেখাগুলা বেশি ভাল লাগতো... সেগুলো কেটে কুঁটে রেখে দিতাম নিজের সংগ্রহে। ভালই চলছিলো দিনগুলো। তারপর একদিন হঠাৎ করেই সব বদলে গেলো।
এখন আর আমি আগের মত পত্রিকা পড়ি না। এখন আমি সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকি। নিয়ম করে খুঁটে খুঁটে সবার ম্যাসেজ পড়ি। ভেবে চিন্তে উত্তর দেই। নিউজফিড ঘাঁটা ঘাঁটি করি।
আজও সেটাই করছিলাম। মোবাইলটা হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। হঠাৎ একটা অদ্ভূত ব্যাপার লক্ষ্য করলাম। পরিচিত এপ্সগুলোর পাশাপাশি ফোনে কি যেন একটা নতুন এপ্স যোগ হয়েছে।
অদ্ভূত দর্শন একটা এপ্স। দেখতে অনেকটা হোয়াটসএপ এর মত। ভিডিও কল করারও সিস্টেম রয়েছে। কিন্তু কি যেন একটা ঘাপলা রয়েছে জিনিসটার মাঝে।। ঠিক ধরতে পারছি না।
হিজিবিজি অক্ষরে ওটার নাম লেখা। বুঝা যায় না। কোথা থেকে এলো এটা? জীবনেও তো এটার নাম শুনিনি।। তবে কি এটা ভূতূরে কিছু? ব্যাপারটা মনে হতেই ফিক করে হেসে দিলাম।
ভূত কি মোবাইল চালায় নাকি। গাঁধা মেয়ে কোথাকার। হয়তো আমিই ভূলে ইনস্টল করেছিলাম।এখন আর মনে পড়ছে না। এখনি ডিলেক্ট করে দিবো। ব্যাস ঝামেলা মিটে যাবে।একি?? এটা দেখি ডিলেক্ট করা যাচ্ছে না। কাহিনী কী?
মেজাজটাই খিঁচড়ে গেলো। বিরক্ত হয়ে যখন ফোনটা রেখে দিচ্ছিলাম...ঠিক তখনি ঘটলো ঘটনাটা।
কে যেনো ভিডিও কল দিচ্ছে আমাকে।।।
অদ্ভূত কতগুলো নাম্বার। দেখলে মনে হয় অন্য ভূবনের কোন কিছু।
কাঁপা কাঁপা হাতে রিসিভ করলাম।
এবং দ্বিতীয় বারের মত চমকে উঠলাম....!!!একী!!
অপর পাশের মানুষটা যে দেখতে ঠিক আমার মতই!!!আমার মত টানা টানা চোখ। লম্বাটে নাক। কপালের একপাশে আমার মতই একটা কাটা দাগ আছে। হালকা লালচে লম্বা চুলগুলো এলোমেলো ভাবে ঘাড়ের ওপর পড়ে আছে। পড়নের জামাটাও হুবহু আমার মতই। জামাটা মায়ের হাতের বানানো। ভীষন প্রিয় আমার।
মনে হচ্ছে আয়নার সামনে বসে নিজেকে দেখছি। নিজের প্রতিচ্ছবি।
ওপ্রান্তের মানুষটা অদ্ভূত একটা হাসি দিল আমার দিকে তাকিয়ে। কেমন যেন বাঁকা ধরনের পৈশাচিক হাসি।
তারপর ধীরে সুস্থে মুখ খুলল ওটা। ফিসফিস করে বলল - " হাই বান্ধুবী। "কেমন যেন অন্যরকম অন্যভূবনের একটা কন্ঠস্বর। গায়ে কাটা দিয়ে উঠলো। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ছুঁড়ে ফেললাম বিছানার ওপর।
এবং ঠিক তখনি ফোনে একটা ম্যাসেজ এলো। সেখানে লেখা -
" dear sweety, plish check your bathroom. "
অজানা আশঙ্কা নিয়ে দৌড়ে গেলাম বাথরুমে।এবং আঁতকে উঠলাম।সমস্ত বাথরুম রক্তে মাখামাখি। সিলিঙ এর সাথে ঝুলে আছে আমার বেস্টি ফারিহার লাশ। কেউ একজন চরম আক্রোশে তার মাথার চুলগুলো ছিঁড়ে ফেলেছে। বিভৎসভাবে চোখ জোড়া খুবলে তুলে ফেলেছে। জিহ্বাটা বিকৃতভাবে বের করা। হঠাৎ দেখলে মনে হয় ভেঙচি কাটছে আমাকে। পরনের জামা রক্তে মাখামাখি।
রহিমন বুয়ার লাশটাও দেখতে পেলাম।তার ঘারটা মটকানো। হাত পায়ের সব গুলা নখ কে যেন তুলে ফেলেছে। গালের এক খাবলা মাংস উধাও।আতঙ্কে যখন দিশেহারা আমি... কি করবো ভেবে পাচ্ছি না... ঠিক তখনি নজর গেলো বাথটাবটার দিকে।
এবং মনে হয় শেষ বারের মত চমকে উঠলাম আমি। সাদা বাথটাবটার ওপর তাজা রক্ত দিয়ে হিজিবিজি ভাবে কেউ একজন লিখে রেখেছে -" হাই বান্ধুবী। স্বাগতম। এখন তোমার পালা। "
YOU ARE READING
প্রতিচ্ছবি
Paranormalইহা একটি প্যারানরমাল গল্প।ডাইনীদের নিয়ে লিখা এই গল্পটি পড়ে মাঝে মাঝে চমকে উঠবেন পাঠকরা,মাঝে মাঝে ভয় পাবেন।আবার হালকা পাতলা রোমান্সের স্বাদও পেয়ে যাবেন। দুই খন্ডের এই গল্পটি ধারাবাহিকভাবে পোস্ট করবো আমি। 😊