#৩

719 18 0
                                    

#আলোছায়া
#নাইমা_জাহান_রিতু
#পর্ব_৩

রাতে ঘুম না হওয়ায় মানসিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি শরীরের ভেতরটা ম্যাজম্যাজ করায় লাঞ্চ আওয়ারে বাসায় ফেরার সিদ্ধান্ত নিল মুবিন। তবে লেনদেনের হিসেবে খানিকটা ত্রুটি হওয়ায় সে সিদ্ধান্ত বাতিল করে চেয়ারে শরীর এলিয়ে চোখজোড়া বুজে রইলো খানিকক্ষণ। ইদানীং ব্যস্ত সময় কাটাতে কাটাতে বেশ অভ্যস্ত হয়ে পড়েছে সে। সাথে অভ্যস্ত হয়ে পড়েছে তার অনুভূতিহীন হৃদয়টাও। এখন আর কোনোকিছুতেই থেমে থাকতে ইচ্ছে হয়না তার। দু'দন্ড আরামের জন্য মিথ্যা অযুহাত খোঁজে না.. রাতের আধারে করে না ভালোবাসার জগতে বিচরণ। ব্যস্ত এই নগরীতে বা নির্জন কোনো পল্লীতে আর খোঁজে না ভালোবাসা..

ফোনে আসা কলের রিংটোনের শব্দ মস্তিষ্ক অব্দি পৌঁছাতেই হালকা মাথা নেড়ে চোখজোড়া মেললো মুবিন। হাত বাড়িয়ে ফোন উঠিয়ে কানে নিতেই ওপাশ থেকে এলো পুষ্পর গলার স্বর।
"ওয়েটিং রুমের দিকটায় একটু আসবেন?"
কপাল কোঁচকালো মুবিন।
"কেনো?"
"আসুন প্লিজ!"

দরজা ঠেলে মুবিন প্রবেশ করতেই মৃদু হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পুষ্প। কয়েক কদম এগিয়ে যাবার জন্য পা বাড়াতেই তাকে থামার ইশারা করে নিজেই অগ্রসর হলো মুবিন। চোখেমুখে একরাশ বিস্ময় নিয়ে বললো,
"আপনি এখানে?"
"আপনাদের ব্যাংক থেকে লোন নিতে এলাম.."
"লোন?"
"কেনো? নিতে পারিনা?"
জবাব দিল না মুবিন। একদন্ড ভেবে সে বললো,
"এই দুপুরে?"
"হ্যাঁ.. দুপুরের দিকটায় শুনেছিলাম ব্যাংকে ভিড়ভাট্টা কম থাকে। তাই ভেবে চিন্তে এই সময়টাকেই বেছে নিলাম। তা আপনার লাঞ্চ হয়েছে?"
"না.."
"তবে চলুন একসাথেই করি। আমিও কিছু না খেয়েই বেরিয়েছি।"

রায়হানকে বলে ব্যাংক থেকে বেরিয়ে পাশের একটি রেস্টুরেন্টে পুষ্পকে নিয়ে বসলো মুবিন। ওয়েটারকে ডেকে নিজের পছন্দসই খাবার অর্ডার করে ঘাড় উঁচিয়ে বসে কেশে উঠতেই পাশ থেকে পুষ্প বললো,
"মেসবাহ ভাইয়া আজ বাবাকে কল করেছিল।"
"কেনো?"
"আপনার বাবা কাল আমাকে আংটি পড়াতে আসতে চাচ্ছেন। সে নিয়ে কথা বলতে.."
"অহ.."
ঝিমিয়ে পড়লো মুবিন।
পুষ্প বললো,
"আপনি এব্যাপারে কিছু জানেন না?"
ভারী গলায় মুবিন বললো,
"জানি।"
"মিথ্যা বলছেন?"
"না.."
ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে নড়েচড়ে বসলো পুষ্প। হাত ঘড়িতে সময় দেখে স্বাভাবিক স্বরেই বললো,
"একটা প্রশ্ন করি?"
"করুন.. তবে বাচ্চাদের প্রশ্নগুলোই করুন।"
"সেইফ সাইডে থাকতে চাইছেন?"
ম্লান হাসলো মুবিন।
"আপনি মেসবাহ ভাইয়াদের সাথে না থেকে আলাদাভাবে কেনো থাকেন?"
"অন্যের সংসারে গিয়ে ঝামেলা বাড়াতে চাইনা বলে.."
উদ্বেগসূচক কন্ঠে পুষ্প বললো,
"ঝামেলা কেনো বলছেন?"
"নিজের কাছে ঝামেলা লাগলে তাকে ঝামেলার বিপরীত নাম দিতে পারি না!"
"নিজের কাছেই বা ঝামেলা কেনো লাগবে? ভাবি কিছু বলেছে?"
"না.. ছোট ভাবি ওমন মনের মানুষ নয়।"
"তবে?"
লম্বা একটি দম ছাড়লো মুবিন।
"আমার মতে উনি উনার দায়দায়িত্বর তুলনায় বেশ ছোট। তাই আর তার ঘাড়ে নিজেকে চাপিয়ে দায়িত্ব বাড়াতে চাই না।"
ভ্রু কোঁচকালো পুষ্প। ক্ষীণ স্বরে বললো,
"বিয়ের পর? বন্ধুদের সাথে মিলে সেই ফ্ল্যাটেই থাকবেন? নাকি নতুন বাসা নেবেন?"
"ভাবিনি.."
"তবে কি ওয়াইফকে গ্রামে রাখার চিন্তা আপনার?"
"তার ইচ্ছে.. সে থাকতে চাইলে থাকবে। না চাইলে নয়। আমার দিক থেকে কোনো প্রকারের চাপ নেই।"
"কিন্তু আপনার একটা মতামত থাকা উচিৎ। কারণ বিয়ের পর আপনি আর সে তো আলাদা নন। কিছুটা দুই দেহ এক মন টাইপের.. শোনেনটি কথাটি?
"দুটি মনের সংযোগ ঘটানো কি খুব সহজ?"
বিরবির করে আওড়ালো মুবিন।
ভ্রু কুঁচকে পুষ্প বললো,
"কিছু বললেন?"
মাথা ঝাকালো মুবিন।
প্রসঙ্গ টানতে পুষ্প বললো,
"প্রেম করেছেন কখনো?"
"না.."
"সত্যিই? আমি কিন্তু করেছি.. ছেলেটা ছিল আমার মামাতো ভাই। ভেবেছি আমাদের বিয়ে ঠিকঠাক হলে আমি ওকে ওর বউসহ ইনভাইট করবো। আপনার কোনো সমস্যা হবে না তো?"
"না.."
চোখমুখে হাসির ঢেউ ছড়িয়ে পড়তেই উচ্ছাসিত কণ্ঠে পুষ্প বললো,
"শালাটা বড্ড জ্বালিয়েছে আমায়। জ্বালাতে জ্বালাতে বুকের ভেতরটা ছাইছাই করে দিয়েছে। আমি কী ভেবেছি জানেন? ও আমায় যতগুলো বই গিফট করেছে সবগুলো বই আমাদের বাসর রাতে জ্বালিয়ে ফেলবো।"
বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠলো মুবিনের। ঢোক চেপে সে ক্ষীণ স্বরে বললো,
"বই পড়তে ভালোবাসেন আপনি?"
"খুব.. এই আপনি বললেন না তো! আপনি কেনো প্রেম করেননি? কাওকে ভালোলাগেনি কখনো?"
বুকচিরে গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে থেমে থেমে মুবিন বললো,
"ভালোবাসাটা একধরনের প্রতিজ্ঞা। আর আমি তোমায় ভালোবাসি হচ্ছে প্রতিজ্ঞাবাক্য। হয়তো আমার মেরুদণ্ড নেই, প্রতিজ্ঞা রক্ষার মতো নেই সেই সাহস।"

আলোছায়া Where stories live. Discover now